ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বিল হিসাব নির্নয় করার পদ্ধতি জেনে নিন

আমাদের বাসা বাড়িতে আমরা কি পরিমান বিদ্যুৎ ব্যবহার করছি আর কি পরিমান বিল দিচ্ছি তা কি কখন ভেবে দেখেছি? তাই আজ আমি এটি সহজে বের করার উপায় বর্ননা করব।
আমরা সাধারণত ব্যবহৃত সব লোড প্রতিটি আলাদা আলাদা ভাবে কত ঘন্টা ধরে চলে বের করে যোগ করে নেই। তারপর যোগফল থেকে ইউনিট বের করি, প্রতি ইউনিটের চার্জ দিয়ে গুন করে বিদ্যুৎ বিল বের করি। এটা থিউরি, প্রাক্টিক্যাল এভাবে আপনার বাসার বিদ্যুৎ বিল আসেনা। কারন ইউনিট ব্যবহারের উপর স্লাব করে ইউনিট চার্জ পরিবর্তন হয়, তাই বিদ্যুৎ বিল কম বেশি হয়। যাইহোক কিছুটা ধারনা আমারা আজ পাব। 
প্রথমে দেখব বাসা বাড়িতে আমরা যেসব যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো কী পরিমান বিদ্যুৎ খরচ হচ্ছে। সাধারন একটি নমুনা নিচে দেওয়া হল-
১.লাইট = ১৫-২০০ watt
২.ফ্যান = ৫০-৮০ watt
৩.টেলিভিশন = ২৫-১৫০ watt
৪.ডেক্সটপ কম্পিউটার = ৮০-২৫০ watt
৫.ল্যাপটপ = ২০-৬০ watt

৭.রেফিজারেটর = ৮০-২০০ watt
৮.এসি =১০০০-৩০০০ watt
৯.আয়রন =৫০০-১০০০ watt
১০.পাম্প মোটর =১/৮-৩ HP (1 HP = 746 watt
১১.আমাদেরবাসাবাড়িতে বিদ্যুতের ভোল্টেজ =220 Volt
এবার মুল আলোচনায় আসি। বৈদ্যুতিক এনার্জি বের করার সুত্র হল-
বিদ্যুৎ বিল (ইউনিট)= P x T ÷ 1000
এখানে,
w অথবা P = বৈদ্যুতিক এনাজি অখবা বৈদ্যুতিক পাওয়ার ।
v = ভেল্টেজ
I= কারেন্ট [কারেন্টের একক অ্যামপিয়ারর্ =A]
T = সময় (ঘন্টা)
আবার,বিদ্যুতিক পাওয়ার অথবা ওয়াট,  P= কারেন্ট (I)  x ভেল্টেজ (V)
বিদ্যুত বিল (ইউনিটে)= বিদ্যুতিক পাওয়ার অথবা ওয়াট (P) x সময়[ঘন্টায়](T) ÷ 1000
T = বিদ্যুত দিনে কত ঘন্টা ব্যবহার করা হয়।
বৈদ্যুতিক এনাজির একক হচ্ছে কিলোওয়াট-আওয়ার (Kwh) বা ইউনিট।
তাহলে আমাদের প্রধান কাজ হল পাওয়ার বের করা
সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পাওয়ার P=V*I÷1000 KW
থ্রি ফেজের ক্ষেত্রে পাওয়ার P=V*I*√3÷1000 KW
তাহলে পাওয়ার বা ওয়াট বের করার পর, সময়  গুন করে যে Result পাবেন  সেটাকে 1000 দ্বারা ভাগ করলে আমরা ইউনিট পেয়ে যাব।এই ইউনিটের সাথে এর দাম মানে প্রতি ইউনিটের দাম গুন করে, বিদ্যুত বিল টাকায় পেয়ে যাবেন।

উদাহরণ-১ (থিউরি):
একটি বাড়িতে 40 ওয়াটের 3 টি লাইট, 80 ওয়াটের ২ টি ফ্যান, 220V, 0.4A, 0.8 p.f এর একটি টেলিভিশন এবং 2 hp এর একটি পানি তোলার মোটর, দৈনিক গড়ে 6 ঘন্টা করে চলে তাহলে জানুয়ারী মাসের বিদ্যুৎ বিল কত টাকা হবে (প্রতি ইউনিট বিদ্যুতের মুল্য 6.5 টাকা)।
সমাধানঃ
40 ওয়াটের 3 টি লাইটের জন্য 1 দিনের ব্যায়িত ওয়াট = 40*3 =120W
80 ওয়াটের ২ টি ফ্যানের জন্য 1 দিনের ব্যায়িত ওয়াট = 80*2 =160W
টেলিভিশনের জন্য 1 দিনের ব্যায়িত ওয়াট P=VICosφ =220*0.4*0.8 = 70.4W
2 hp মোটরের জন্য 1 দিনের ব্যায়িত ওয়াট = 2*746 = 1492W
সুতারাং 1 দিনের মোট ব্যায়িত ওয়াট = (120W+ 160W+ 70.4W+ 1492W) = 1842.4W
ওয়াট (W) কে ১০০০ দিয়ে ভাগ করলে kW পাবো। সুতারাং 1 দিনের মোট ব্যায়িত কিলোওয়াট (kW) = 1842.4/1000 = 1.8424kW
দৈনিক গড়ে 6 ঘন্টা করে চললে = 1.8424*6 = 11.0544kWh (ইউনিট)
জানুয়ারী মাস = 31 দিনে, সুতারাং এ মাসে মোট ব্যায়িত ইউনিট = 11.0544 *31 = 342.686 kWh (ইউনিট)
দেয়া আছে প্রতি ইউনিট বিদ্যুতের মুল্য 6.5 টাকা,
সুতারাং ঐ মাসের বিদ্যুৎ বিল হবে = kWh *প্রতি ইউনিট বিদ্যুতের মুল্য
=342.686*6.5 টাকা
=2227.46 টাকা (উত্তর)
উদাহরণ-২ (প্রাকটিক্যাল):
উপরের হিসাবে জানুয়ারী মাসে মোট ব্যায়িত ইউনিট = 11.0544 *31 = 342.686 kWh (ইউনিট), তাহলে এ মাসে বিদ্যুৎ ব্যবহার এর জন্য কত বিল আসবে?
সমাধানঃ
মনে করেন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানটির খুচরা বিদ্যুৎ মূল্যহার হল-
শ্রেনী-এ (আবাসিক)
প্রথম ধাপঃ ১-৭৫ ইউনিট = 3.80/kWh (ইউনিট)
২য় ধাপঃ ৭৬-২০০ ইউনিট = 5.14/kWh (ইউনিট)
৩য় ধাপঃ ২০১-৩০০ ইউনিট = 5.36/kWh (ইউনিট)
৪র্থ ধাপঃ ৩০১-৪০০ ইউনিট = 5.63/kWh (ইউনিট)
৫ম ধাপঃ ৪০১-৬০০ ইউনিট = 8.70/kWh (ইউনিট)
৬ষ্ঠ ধাপঃ ৬০০ ইউনিটের উপরে = 9.98/kWh (ইউনিট)
* শূন্য থেকে ৫০ ইউনিট পর্যন্ত লাইফ লাইন ব্যবহারকারী গ্রাহক। লাইফ লাইনঃ ০-৫০ ইউনিট = 3.33/kWh (ইউনিট)
* স্লাব অনুযায়ী বিদ্যুৎ বিল ভাগ হবে= 75+125+100+42.686 =342.686 Unit.
সুতারাং ঐ মাসের বিদ্যুৎ ব্যবহার এর জন্য বিল হবে = (75 *3.80)+(125 *5.14)+(100 *5.36)+(42.686 *5.63) = 1703.82 টাকা।
এছাড়া মিনিমাম চার্জ, সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ, VAT ইত্যাদি বিলের সাথে যোগ থাকবে।
ধরি সার্ভিস চার্জ= 10 টাকা, ডিমান্ড চার্জ = 30 টাকা, VAT = (1703.82+10+30) * 5.0025% = 87.23 টাকা, মিটার ভাড়া=10 টাকা।
সুতারাং ঐ মাসের আনুমানিক বিদ্যুৎ বিল হবেঃ 1703.82+10+30+87.23+10 = 1841.05 টাকা।
* নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে অতিরিক্ত মাশুল দিতে হয় (৫% এর মত)।
কোন ভূল পেলে প্লিজ জানাবেন, সংশোধন করা হবে।


EmoticonEmoticon