ফেসবুকে সিঙ্গেল নাম করার নিয়ম | ফেসবুকে সিঙ্গেল নামে আইডি করবেন যে ভাবে

অনেকেই অনেক রিকোয়েস্ট করছেন। আমারো সময় হয় না।
অনেক ব্যস্ততার মাঝে আমি টিউন করেছিলাম কিন্তু কাজ নাকি হয় না। তাই এবারে আবারো একটি টিউন আনতে হল।
এই কাজটি পিসিতে অনেক ভালো হয়। মোবাইলে একটু প্রব্লেম।
যাই হোক চলুন কাজটি চালু করি।
বি: দ্র: আপনার ফেসবুক আইডি ব্লক হতে পারে। ব্লক হলে মোবাইল নাম্বার বা বিভিন্ন তথ্য লাগতে পারে। কাজেই রিস্ক আপনার। তবে ব্রাউজার ইউজ করে কাজটি করবেন।
ট্রিক: ক্রোম ব্রাউজারে টানা ৭ দিন ফেসবুক ইউজ করবেন এরপর অই ব্রাউজারেই কাজটি করবেন।
প্রথমে Turbo VPN ডাউনলোড করুন from play store থেকে।
এরপর এপ্সটি ইন্সটল করার পর ওপেন করুন। ভিপিএন সিংগাপুর দেশ দিয়ে কানেক্ট করুন। নিচের ছবিতে দেখুন। যখন কানেক্ট হবে তখন কাউন্ট ডাউন শুরু হবে।
আসুন
এরপর ব্রাউজের লাস্টে দেখুন ভাষা আছে। সেখান থেকে ভাষা ইন্দোনেশিয়া সিলেক্ট করে দিন।
আসুন
এরপর ভাষা পরিবর্তন হয়ে যাবে। নিচের ছবি অনুসরণ করুন
আসুন
স্টেপ বাই স্টেপ নিচের ছবি অনুসরণ করুন।
আসুন
স্টেপ বাই স্টেপ নিচের ছবি অনুসরণ করুন।
আসুন
স্টেপ বাই স্টেপ নিচের ছবি অনুসরণ করুন।
Facebook
স্টেপ বাই স্টেপ নিচের ছবি অনুসরণ করুন।
ফেসবুকে
দেখুন সাক্সেস্ফুল হয়ে গেছে।
আসুন
এখন আবার ভাষা চেঞ্জ করে দিন। ব্যাস কাজ শেষ। এখন আরারামে ফেসবুক চালান। কোন প্রব্লেম হলে, কমেন্ট করে জানাবেন।

tags: 
ফেসবুকে সিঙ্গেল নাম করার নিয়ম 2018, ফেসবুকে সিঙ্গেল নাম করার নিয়ম 2017, ফেসবুকে সিঙ্গেল নাম করার নিয়ম ২০১৮, ফেসবুকে সিঙ্গেল নাম করার উপায়, ফেসবুকে সিঙ্গেল নাম করার নিয়ম ২০১৭, ফেসবুকে সিংগেল নাম, ফেসবুকে সিংগেল নাম করার উপায়, ফেসবুক সিঙ্গেল নাম


EmoticonEmoticon