বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ


বাংলাদেশ সেনাবাহিনী
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বেসামরিক ৫২ পদে প্রায় চারশ' জনকে নিয়োগ দেয়া হবে। আসুন এক নজরে দেখে নিই যেসব পদে নিয়োগ দেওয়া হবে।
সাধারণ পদ:
টিন এন্ড কপার স্মিথ ১টি, ইউডিসি ৩টি, লস্কর ১টি, নিরাপত্তা পরিদর্শক ১টি, গোয়ালা ৬টি, ইউএসএম ৬০টি, সহিস ১টি, স্টোর সুপারভাইজার ১টি, ফায়ার ক্রু ১টি, ভিউয়ার ১টি, টিন স্মিথ ২টি, হেড মেকানিক ১টি, ইনসেমিনেটর ১টি, মালী ৬টি, ওয়ার্ডবয় ৯টি, ড্রাইভার/এমটি ড্রাইভার ৩টি, লাইব্রেরিয়ান ১টি, আয়া ৪টি, কার্পেন্টার ৭টি, এক্সচেঞ্জ অপারেটর ১টি, ড্রাফটস্ম্যান ২টি, ক্যাটালগার ২টি, সার্চার ৩টি, মিল্ক রেকর্ডার ৫টি, নিরাপত্তা প্রহরী ১৫টি, বারবার ১টি, ইনগ্রেভার ১টি, ওয়াসারম্যান/ধোপা ৫টি, বুক বাইন্ডার ২টি, ফায়ারম্যান ১০টি, পেইন্টার ১টি, অফিস গুদাম রক্ষক ১টি, ডেমোনেস্ট্রাটর ১টি, ফটোকপি অপারেটর ১টি, স্টোরম্যান/স্টোরম্যান (টেকনিক্যাল) ১১টি, অফিস সহায়ক/বার্তাবাহক ১৯টি, বাবুর্চি/এনসি (ইউ) - বাবুর্চি ৩৯টি, সহকারী বাবুর্চি/এনসি (ইউ) - সহকারী বাবুর্চি ২০টি, ফার্ম লেবার (কাল্টিভেশন) ৪টি, ফার্ম লেবার (এ্যানিমেল এ্যাটেনডেন্ট) ২টি, টেইলার/এনসি (ইউ)- টেইলার ৪টি, মেসওয়েটার/এনসি (ইউ)-মেসওয়েটার ৪৯টি, পরিচ্ছন্নতা কর্মী/এনসি (ইউ)-পরিচ্ছন্নতা কর্মী ৬৩টি এবং অফিস করণিক/অফিস করণিক কাম টাইপিস্ট ১৯টি।
কারিগরি পদ:
ফিটার এমভি (এইচএস-২) ১টি, আর্মোরার (স্কীল্ড) ১টি, ফিটার এমভি (এসএস-২) ১টি, ওয়েল্ডার (এসএস-১) ১টি, মেশিনিস্ট (এইচএস-১) ১টি, ফিটার সি ভেহিকল (এইচএস-১) ১টি, ফিটার সি ভেহিকল (এসএস-২) ২টি এবং টেলিকম টেকনিশিয়ান (এইচএস-১) ১টি।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা সেনাবাহিনীর ওয়েবসাইটে দেয়া নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৩১ আগস্ট।


EmoticonEmoticon