PC এর ডুপ্লিকেট ফাইলগুলো Delete করে ফেলুন খুব সহজে বিস্তারিত.......

Tags

সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটা পোর্টেবল সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার পিসি তে থাকা ডুপ্লিকেট ফাইল গুলোকে ঝাটিয়ে বিদায় করুতে পারবেন।
একটা ছোট History বলি। আমি মোবাইল এ প্রচুর ছবি তুলতাম এখনও তুলি। সবগুলো ছবি আমি বিভিন্ন জায়গায় কপি করে ব্যাকআপ রাখতাম।রাখতে রাখতে এমন হলে যে একি ছবি বিভিন্ন জায়গায় দুই তিন বার রেখে এমন অবস্তা করে ফেললাম যে এক জায়গায় করার সময় বুঝতেই পারছিলাম না কোন ফোল্ডার আগের কোনটা পরের, কোনটাতে সব ছবি আছে আর কোনটাতে নেই। এর পরই নেট থেকে অনেক গুলা সফটওয়্যার নামিয়েছি,ইন্সটল করেছি কিন্তু ভাল কাজ করে না। শেষে পেলাম এই সফটওয়্যারটি। এটি খু কাজের ছোট পোর্টেবল একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটিই আজ আপনাদের সাথে শেয়ার করছি।
ডাউনলোড লিংকঃ "Double Killer"
এই সফটওয়্যারটির সাথে থাকছে একটি পুরনাঙ্গ এবং সহজবদ্ধ টিউটোরিয়াল। যে কেউ এই টিউটোরিয়াল দেখলেই কাজটি করতে পারবেন। কথা না বাড়িয়ে ডাউনলোড করে নিন সফটওয়্যারটি কারন আজ হয়তো আপনার লাগবে না কিন্তু কোন একদিন হয়তো কাজে লেগে যেতে বারে। ফাইলতা যেহেতু খুব ছোট সংগ্রহ করে রাখতে দোষ কি?
যা যা করতে হবেঃ
নিচের ছবি গুলো অনুসরণ করুন-
এর পর দুই বার YES চাপুন;
ব্যস আপনার কাজ শেষ। pass: tips
Technology সম্পর্কে বিভিন্ন Tips পেতে আমার সাইটে ঘুরে আস্তে পারেন।
আশা করি আপানাদের কাজে লাগবে।


EmoticonEmoticon