রবি বৈশাখী ঝড়ো অফার ২০১৭

Tags

রবি বৈশাখী অফার
এই ক্যাম্পেইনে অংশ নিতে হলে গ্রাহককে প্রথমে এই সেবায় নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার পর গ্রাহক বাংলাদেশের শোবিজ (সিনেমা/নাটক/বিজ্ঞাপন ইত্যাদি) সংক্রান্ত দৈনিক এসএমএস আপডেট/তথ্য পাবেন। এছাড়া, প্রতিযোগিতার সময়কালে গ্রাহক প্রতিযোগিতার প্রশ্ন পাবেন। বিদ্যমান ঢালিউড২৪ নিউজ অ্যালার্ট গ্রাহকগণ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এজন্যে তাদেরকে START Q লিখে ৭০৫৬ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ২০,০০০ পয়েন্টের বেঞ্চমার্ক অর্জনকারী একজন বিজয়ী একটি আইফোন ৭ হ্যান্ডসেট জিততে পারবেন। ক্যাম্পেইনের মেগা পুরস্কারটি আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবে। প্রতিদিন ৮০০ পয়েন্ট অর্জনকারী একজন বিজয়ী একটি সিম্ফনি ই৭ হ্যান্ডসেট জিতবেন। দৈনিক পুরস্কারও প্রথমে আসলে প্রথমে পাবেন ভিত্তিতে বণ্টিত হবে। এই ক্যাম্পেইনের মেয়াদ থাকবে ২৩ দিন। কাজেই, সর্বোচ্চ হ্যান্ডসেট বিজয়ীর সংখ্যা থাকবে ২৩ জন। এছাড়া, একজন গ্রান্ড হ্যান্ডসেট বিজয়ী থাকবে।

ট্যারিফ:
প্যাকেজমূল্য (ভ্যাট সহ)স্বয়ংক্রিয় নবায়ন
ঢালিউড২৪ নিউজ অ্যালার্ট- দৈনিক প্যাক২.৪৪ টাকাহ্যাঁ

** কুইজের ট্যারিফ: ২.৪৪ টাকা/এসএমএস/প্রশ্ন

কিভাবে নিবন্ধন করবেন:
  • START D24 লিখে ৭০৫৬ নম্বরে এসএমএস পাঠান অথবা *৭০৫৬*২*১# ডায়াল করুন।


কিভাবে নিবন্ধন বাতিল করবেন:
  • STOP D24 লিখে ৭০৫৬ নম্বরে এসএমএস পাঠান অথবা *৭০৫৬*২*২# ডায়াল করুন।


কুইজে অংশগ্রহণের প্রক্রিয়া:
  • প্রথমে গ্রাহককে সেবায় নিবন্ধনের জন্যে START D24 লিখে এসএমএস পাঠাতে হবে কিংবা *৭০৫৬*২*১# ডায়াল করতে হবে।
  • নিবন্ধনের পর গ্রাহক কনটেন্ট পাবেন এবং স্বাগত মেসেজ, নিয়মনীতি ও পুরস্কারের বিবরণসহ প্রথম প্রশ্ন পাবেন।  
  • প্রতিটি সঠিক উত্তরের জন্যে গ্রাহক ২ পয়েন্ট পাবেন, এবং ভুল উত্তরের জন্যে ০ পয়েন্ট পাবেন।
  • ভুল উত্তরের জন্যে কোন পয়েন্ট কাটা হবে না।
  • কোন গ্রাহক খেলা বন্ধ করলে, তিনি আর কোন প্রশ্ন পাবেন না।
  • গ্রাহক SCORE লিখে ৭০৫৬ নম্বরে এসএমএস পাঠিয়ে স্কোর জেনে নিতে পারবেন।
  • প্রতিটি এমটি’র জন্যে চার্জ হবে ২ টাকা +(এসডি, ভ্যাট ও এসসি)।


পুরস্কারের নিয়মাবলী:
  • আমরা কেবল একজন নতুন বিজয়ীকে পুরস্কার দিব। যদি কোন গ্রাহক একাধিক দৈনিক পুরস্কার জিতে থাকেন, তবে তিনি একটি পুরস্কারই জিততে পারবেন।
  • মেগা পুরস্কার বিজয়ী দৈনিক পুরস্কার বিজয়ীদের মধ্যে থেকে হতে পারবেন।


শর্তাদি:
  • টাইগার মিডিয়া বিজয়ীদের সাথে যোগাযোগ করবে, পুরস্কার বিতরণ করবে, এবং এই ক্যাম্পেইন ও সেবাটির সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধান করবে।
  • কোন অসাধু উপায়ে বেঞ্চমার্ক পয়েন্ট অর্জন করলে কিংবা কোন কারিগরি ত্রুটিবিচ্যুতির অপব্যবহার করলে সেটি অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। উদাহরণ হিসেবে, উত্তর দেওয়ার ক্ষেত্রে কোন অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার (অমানবিক যোগাযোগ) ব্যবহার করা।    
  • গ্রাহক এই ক্যাম্পেইনে অংশ নিলে ধরে নেওয়া হবে তিনি https://goo.gl/Kn3Hv2 এই সাইটে বিদ্যমান শর্তাদি মেনে নিয়েছেন ধরে নেওয়া হবে।
  • এটা ধরে নেওয়া হবে যে, গ্রাহক এই ক্যাম্পেইনের সকল শর্ত ভালভাবে পড়েছেন ও বুঝতে পেরেছেন, এবং তারপরই ক্যাম্পেইন অংশ নিচ্ছেন। 


EmoticonEmoticon