জেনে নিন এয়ার কন্ডিশনার (এসি) কিভাবে কাজ করে? এসি কি ক্ষতিকর?

Air conditioners
রমের দিনের সবচেয়ে কার্যকরী বন্ধুর কথা জিজ্ঞেস করলে কার নাম আগে মাথায় আসে? —অবশ্যই ইলেকট্রিক ফ্যান। কিন্তু কখনো কখনো চারপাশের হাওয়া এতোটাই উত্তপ্ত হয়ে যায়, ফ্যানে আর কাজ করে না। তাছাড়া আমাদের এশিয়ান দেশ গুলোর আরেকটি বিরাট সমস্যা হচ্ছে লোডশেডিং, যার ফলে কঠিন গরমে আমাদের প্রায়ই কষ্ট পেতে হয়। ধরুন আপনার ঘর প্রচণ্ড গরম হয়ে গেছে, এই অবস্থায় আপনার করনীয় কি হবে? মানে কিভাবে আপনার ঘরকে ঠাণ্ডা করবেন? ফ্রিজের দরজা খুলে রেখে? —যদিও এটা সম্পূর্ণ বোকামু আইডিয়া, তারপরেও এয়ার কন্ডিশনার (Air conditioners ) বা এসি অনেকটা এই রুপেই কাজ করে, তবে একটু আলাদা ম্যাকানিজম ব্যবহার করে। তো চলুন সবকিছু বিস্তারিত জেনে নেওয়া যাক…

এয়ার কন্ডিশনার

গ্রীষ্মের বাতাস এতো গরম হওয়ার কারণ হচ্ছে এতে অনেক বেশি আদ্রতা এবং বাষ্প মিশিয়ে থাকে। তাছাড়া মাথার উপরের সূর্য তো সর্বদা আগুন ঢেলেই যায়। ঘরের ভেতর সূর্যর তাপ থেকে রেহায় পাওয়া গেলেও আদ্র বা বাস্প মেশানো বাতাস থেকে বাঁচা দুষ্কর হয়ে পড়ে। তাহলে এই অতিরিক্ত গরমকে হটানোর বুদ্ধি কি? পদার্থ বিজ্ঞান অনুসারে শক্তির কোন উৎপত্তি বা শেষ নেই, অর্থাৎ ঘরের ভেতর তৈরি হওয়া উত্তাপকে আপনি কখনোই ধ্বংস করতে পারবেন না। কিন্তু শক্তি রুপ বদলাতে পারে, অর্থাৎ আপনি অপ্রয়োজনীয় তাপকে বাইরে পাম্প করে ছুড়ে ফেলতে পারেন এবং শীতল বাতাস প্রবেশ করানোর মাধ্যমে ঘরকে ঠাণ্ডা করতে পারেন। এতে শক্তি এক রুপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে ফ্রিজের দরজা খুলে রাখলে কি হবে? ফ্রিজ তো অনেক ঠাণ্ডা থাকে আর দরজা খুলে রাখলে তো ঠাণ্ডা বাতাস বেড়িয়ে আসবে আর ঘর ঠাণ্ডা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, কিছুক্ষণ হয়তো আপনাকে ঠাণ্ডা বাতাস প্রদান করবে, কিন্তু ধীরেধীরে ফ্রিজ নিজেই উত্তপ্ত হতে আরম্ভ করবে। কেনোনা ফ্রিজের নিজেরই বাইরের উত্তাপ থেকে বাঁচার জন্য সোলার বাক্সের গঠন হয়।
কিন্তু আপনি ফ্রিজের মতো একই প্রযুক্তি ব্যবহার করে ঘর ঠাণ্ডা করতে পারবেন, তবে ঘরে ফ্রিজের দরজা খুলে রেখে নয়, বরং ঘরের চারিদিকে ফ্রিজ আবৃত করিয়ে। অর্থাৎ আপনাকে এমন প্রযুক্তি উন্নতি করার দরকার হবে যাতে মনে হয় আপনার ঘরটি হলো ফ্রিজের দরজার ভেতরের অংশ। তবেই এটি ঠিকঠাক মতো কাজ করবে, আর এয়ার কন্ডিশনার এর পেছনের সমস্থ আইডিয়া এটাই। এসি এবং আপনার বাড়ির ফ্রিজ ঠিক একই পদ্ধতিতেই কাজ করে, কিন্তু এসিকে এক বিশাল ফ্রিজ বলতে পারেন, কেনোনা এখানে আপনার সম্পূর্ণ রুমটিই ফ্রিজের ন্যায় আচরণ করে।
এয়ার কন্ডিশনার এবং ফ্রিজের বাতাস ঠাণ্ডা করার সূত্রও এক। পদার্থ বিজ্ঞান অনুসারে যখন কোন তরলকে গ্যাসে পরিণত করা হবে তখন তাপের শোষণ ঘটবে। আর এসির কপার কয়েলের মধ্যে এক বিশেষ ধরনের কেমিক্যাল থাকে যেখানে তরল থেকে গ্যাস এই প্রক্রিয়াকে ফোর্স করে বারবার করানো হয়, আর এভাবেই চারপাশের আবহাওয়া থেকে গরম শোষণ করে নেওয়া হয়। তাছাড়া এসির মধ্যে ফ্যান থাকে, যেটি ভেতরের গরম হাওয়াকে ঠাণ্ডা পাইপের উপর দিয়ে পরিচালিত করে। যখন গরম বাতাসকে এই নলের উপর দিকে প্রবাহিত করানো হয়, নলের ভেতরে চলা বিক্রিয়ার কারণে এটি গরমকে শোষণ করে নেয়। কিন্তু লাগাতার এই বিক্রিয়া (তরল থেকে গ্যাস হওয়ার বিক্রিয়া) চলার জন্য এতো তরল পদার্থ আসে কোথা থেকে? এয়ার কন্ডিশনার, সর্বদা ঠাণ্ডা করার ব্যবস্থাকে চালু করে রাখতে নলের ঐ গ্যাসকে আবার তরলে পরিণত করে দেয় যাতে বিক্রিয়া অবিরত চলতেই থাকে।
এসির প্রক্রিয়া ঠিকঠাক চলার জন্য একটি কম্প্রেসর থাকে, যেটি গ্যাসকে চাপের মধ্যে ফেলে দেয় বা কমপ্রেস করতে আরম্ভ করে, আর এই প্রসেসের ফলে অপ্রয়োজনীয় তাপের সৃষ্টি হয়। আপনি নিশ্চয় পাম্পার ব্যাবহার করে বাই-সাইকেলের চাকা পাম্প করেছেন; সেখানে লক্ষ্য করে দেখবেন যে, বাতাস পাম্প করার সময় অর্থাৎ বাতাসে চাপের সৃষ্টি করার ফলে পাম্পার গরম হয়ে যায়। কেনোনা আপনি বাতাসকে চাপ প্রয়োগ করে কম আয়তনের জায়গায় বেশি করে ঠুসে দিচ্ছেন। আর এই জন্যই সাইকেলের পাম্পার আর টিউবের তাপমাত্রা বাইরের পরিবেশের তাপমাত্রা থেকে বেশি হয়ে থাকে। কিন্তু এবার আপনি সাইকেলের টিউবে থাকা চাপা বাতাসকে বেড় করে দেন তবে দেখবেন সেখান থেকে ফ্রেস আর শীতল বাতাস বেড় হবে—আর ঠিক এর উল্টা কারণে আপনার বাই-সাইকেল পাম্পার গরম হয়েছিলো। যখন গ্যাস চিপাচাপা জায়গা থেকে বড় প্রশস্ত জায়গার দিকে প্রসারিত হয় তখন সেটা নিজের তাপমাত্রা হারিয়ে ফেলে আর শীতল হয়ে যায়। যাই হোক, এসির কম্প্রেসরে উৎপাদিত অতিরিক্ত তাপ আরেকটি কন্ডেনসিয়াল কয়েল এবং ফ্যানের মাধ্যমে বাইরে ছড়িয়ে দেওয়া হয়। আর অপরদিকে যখন গ্যাস ঠাণ্ডা হয়ে যায়, সেটি আবার তরলে পরিণত হয়। আর এটা একই সাইকেলে কাজ করতে থাকে, তরল গ্যাসে পরিণত হয়, তাপ শোষণ করে, আবার গ্যাসকে কমপ্রেস করা হয়, অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, সেটাকে বেড় করে দেওয়া হয়, গ্যাস ঠাণ্ডা হয়ে আবার তরলে পরিণত হয়। আবার অনেক এসিতে হিটিং এলিমেন্ট লাগানো থাকে, ফলে সেটি শীতের সময় ঠাণ্ডা বাতাসকে গরম করে রুমের তাপমাত্রা আরামদায়ক করে তোলে।

এসি কিভাবে পরিবেশের ক্ষতি করতে পারে?

এয়ার কন্ডিশনারের ঠাণ্ডা বাতাসের সতেজ অনুভূতি সত্যিই অসাধারণ, এবং এমন কাউকে নিশ্চয় খুঁজেই পাওয়া যাবে না, যে এই অনুভূতি পছন্দ করবে না। আবার ফ্রিজের ঠাণ্ডা পানি, শরীর আর মনকে কতোটা সতেজ করতে পারে সেটার প্রমান গরম কালে পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে প্রত্যেকটি সুবিধারই কোন না কোন অসুবিধা নিশ্চয় থাকে। আর আমরা তো এসি বা ফ্রিজ ব্যবহার করে ঠাণ্ডা তৈরি করি না, জাস্ট তাপকে ঠাণ্ডায় পরিণত করি। আর পদার্থ বিজ্ঞানের সূত্র অনুসারে ঠাণ্ডা তৈরি করতে গিয়ে আমরা বিপরীতে গরমও উৎপন্ন করছি। এসি আপনার রুমের তাপমাত্রা নিয়ন্ত্রন করে সেটাকে শীতল করছে, কিন্তু এর বিপরীতে উৎপাদিত গরমকে বাইরে ছুড়ছে, ফলে পরিবেশ গরম হচ্ছে, আমরা আমাদের পৃথিবীকে উত্তপ্ত করে তুলছি, ফলে গ্লোবাল ওয়ার্মিং এর মতো ভয়াবহ সমস্যার দিয়ে অগ্রসর হয়ে পরছি। অনেক পরিবেশ বিজ্ঞানী কম এয়ার কন্ডিশনার ব্যবহার করার পরামর্শ দেয়। কিন্তু এটাও ভুলে গেলে চলবে না যে, এসি শুধু মাত্র শীতল অনুভূতি আর আরাম নয়, সাথে এসি রুমে বসে কাজ করলে সেটা আরো মনোযোগী করে তুলতে পারে আপনাকে এবং এসি স্বাস্থ্য’র জন্যঅ উপকারী। তাহলে ক্ষতিটা কোথায়?
প্রথমত ক্ষতি হচ্ছে, আমরা এসি চালাতে গিয়ে অনেক বেশি পরিমানে এনার্জি খরচ করছি। এসি ওয়ালা এবং এসি ব্যতিত বাড়ির বৈদ্যুতিক বিলে আকাশ পাতাল পার্থক্য এসে পড়ে। এসি দুই দিনে যে বিদ্যুৎ খরচ করে, সেটা ব্যবহার করে একটি সাধারন বাড়ি পুরা মাস চলতে সক্ষম।
আরেকটি মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে বেশিরভাগ এসি এবং রেফ্রিজারেটরে বর্তমানে ক্লোরোফ্লুরোকার্বন (Chlorofluorocarbons) বা সিএসসি (CFCs) নামক এক কেমিক্যাল ব্যবহৃত হয়। যখন কোন পুরাতন এসি বা রেফ্রিজারেটর নষ্ট হয়ে যায় বা বলতে পারেন যখন এর জীবনকাল শেষ হয়ে যায়, এই ক্যামিকাল বায়ুমন্ডলের মধ্যে পালিয়ে যায় এবং উড়তে উড়তে আন্তর-আকাশে চলে যায়। এটি আন্তর-আকাশে গিয়ে আমাদের পৃথিবীর ওজোন-স্তরের অনেক ক্ষতি সাধন করে। ওজোন-স্তর আমাদের পৃথিবীর ডিফল্ট সানস্ক্রিন হিসেবে কাজ করে, সূর্য থেকে আশা ক্ষতিকর রশ্মিকে আটকে দেয়, যেটা আমাদের ত্বকে ক্যান্সারের সৃষ্টি করতে পারে। তবে অনেক দেশে বর্তমানে এয়ার কন্ডিশনার এ সিএফসি ব্যবহার করা ব্যান করে দিয়েছে। সিএফসি’র বদলে এইচসিএফসি (HCFCs) ব্যবহার করা হয়, যেটা ওজোন বন্ধুত্বপূর্ণ কেমিক্যাল।

শেষ কথা


আপনি যদি গরমকে টা-টা বাই-বাই আর শীতল বাতাসকে স্বাগতম জানাতে চান, তবে এয়ার কন্ডিশনার বিকল্প আর কিছু হতেই পারে না। যদিও আমাদের এশিয়ান দেশ গুলোতে অ্যামেরিকার তুলনায় এতোটা এসি ব্যবহৃত হয় না, তারপরেও বর্তমানে এর ব্যবহার দিনের পর দিন বেড়েই চলেছে। এর কিছু ক্ষতিকর দিক থাকলেও এটি কিন্তু পারফেক্ট ভাবে আপনার মন আর শরীরকে সতেজ করতে সক্ষম। —আর আজ জেনেও গেলেন, এটি কিভাবে কাজ করে। তো আপনার বাড়িতে কি এসি লাগানো রয়েছে? আপনি চাইলে যেকোনো তথ্য আমাদের সাথে নিচে কমেন্ট করে শেয়ার করতে পারেন।
tags: এয়ার কন্ডিশনার, এয়ার কন্ডিশনার কি, এয়ার কন্ডিশনার কিভাবে কাজ করে, পোর্টেবল এয়ার কন্ডিশনার, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং

1 comments so far

Hello Guys Do you know that you can earn $ money by referring people to CommunityBD ? CLICK HERE TO GET YOUR AFFILIATE LINK www.communitybd.com
How Does It Work?
When you join our site, you will get affiliate link in Setting/my affiliates then copy your affiliate link and place in your site or post in facebook+twitter and others. When a user click on one of your links, they will be brought to our website and their activity will be tracked by our affiliate software. You will earn a commission based on your commission type,Earn Up To $0.10 For Each User Your Refer To Us!


EmoticonEmoticon