ট্রান্সফরমার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য পর্ব ১


বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা ইতিমধ্যে ট্রান্সফরমার নিয়ে কিছু লেখা পাবলিশ করেছি। এরপরেও আমাদের অনেকের মাঝে ট্রান্সফরমার নিয়ে অনেকের ভিতরে অনেক প্রশ্ন থাকে এবং অনেক কনফিউশন থাকে।
আজ আমরা  ট্রান্সফরমার প্রশ্ন এবং উত্তর জানবো যাতে করে পরবর্তীতে আর কোন কনফিউশন না থাকে। এই প্রশ্নগুলো আপনার জবের ভাইবা বা লিখিত পরিক্ষায়ও অনেক অবদান রাখবে বলে আশা করা যায়। তাহলে চলুন দেখি কি কি প্রশ্ন থাকবে এক নজরে।
  1. ট্রান্সফরমার কি বা কাকে বলে?
  2. কার্যপ্রণালীর ওপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
  3. ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়?
  4. ব্যবহারের উপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
  5. স্থাপন এর উপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
  6. ফেজের সংখ্যা অনুসারে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
  7. ফ্রিকোয়েন্সি অনুসারে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
  8. ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি উয়াইন্ডিং কাকে বলে?
  9. ট্রান্সফরমারে সংযোগ ছাড়া এক কয়েল থেকে অন্য কয়েলে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়?
  10. ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও কাকে বলে?
  11. ট্রান্সফরমারের রেটিং কেন  কেবিএ (kVA) তে লেখা হয়ে থাকে?
  12. ট্রান্সফরমারের কি কি লস হয়?
  13. এডি কারেন্ট লস কি এবং তা কিভাবে কমানো যায়?
  14. হিস্টেরেসিস লস কি এবং তা কিভাবে কমানো যায়?
  15. ট্রান্সফরমারের ওয়েল কি এবং তা কেন ব্যবহার করা হয়?

ট্রান্সফরমার কি বা কাকে বলে?

ট্রান্সফরমার একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র যা বিদ্যুৎ শক্তিকে একটি বৈদ্যুতিক বর্তনি (সার্কিট) থেকে অপর একটি বৈদ্যুতিক বর্তনিতে ফ্রিকুয়েন্সিকে কোন প্রকার পরিবর্তন না করে স্থানান্তর করে।

কার্যপ্রণালীর ওপর ভিত্তি করেট্রান্সফরমার কত প্রকার ও কি কি?

কার্যপ্রনালীর উপর ভিত্তি করে ট্রান্সফরমার দুই প্রকার যথাঃ
  1. স্টেপ আপ ট্রান্সফরমার।
  2. স্টেপ ডাউন ট্রান্সফরমার।

ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়?

ট্রান্সফরমার প্রশ্ন এবং উত্তর
  • ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনে।
  • রেডিও, টেলিভিশন, টেপ-রেকর্ডার, ভিসিয়ার ইত্যাদি জায়গায়।
  • বৈদ্যুতিক কমিউনিকেশন সার্কিটে
  • টেলিফোন ও কন্ট্রোল সার্কিটে

ব্যবহারের উপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?

ব্যবহারের উপর ভিত্তি করে ট্রান্সফরমার প্রকারভেদ হলো
  • পাওয়ার ট্রান্সফরমার
  • ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার
  • অটো ট্রান্সফরমার
  • ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার
ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার আবার দুই প্রকার
  • কারেন্ট ট্রান্সফরমার
  • পটেনশিয়াল ট্রান্সফরমার

স্থাপন এর উপর ভিত্তি করেট্রান্সফরমার কত প্রকার ও কি কি?

স্থাপন এর উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে নিচের অংশে ভাগ করা যায়
  • ইনডোর টাইপ ট্রান্সফরমার
  • আউটডোর টাইপ ট্রান্সফরমার
  • আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার
  • পোল মাউন্টেড ট্রান্সফরমার

ফেজের সংখ্যা অনুসারে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?

ফেজের সংখ্যা অনুসারে ট্রান্সফরমার কে দুই ভাগে ভাগ করা যায়।
  • সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার
  • পলি ফেজ ট্রান্সফরমার

ফ্রিকোয়েন্সি অনুসারে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?

ফ্রিকোয়েন্সি অনুসারে ট্রান্সফরমার দুই প্রকার।
  • রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার
  • অডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার

ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি উয়াইন্ডিং কাকে বলে?

ট্রান্সফরমার প্রশ্ন এবং উত্তর
প্রাইমারি উয়াইন্ডিং
ট্রান্সফরমারের যে সাইডে সাপ্লাই বা সোর্স যুক্ত করা হয় তাকে প্রাইমারি উয়াইন্ডিং বলা হয়।
সেকেন্ডারি উয়াইন্ডিং
ট্রান্সফরমারের যে সাইডে আউটপুট বা লোড সংযুক্ত করা হয় তাকে সেকেন্ডারি উয়াইন্ডিং বলা হয়।

ট্রান্সফরমারে সংযোগ ছাড়া এক কয়েল থেকে অন্য কয়েলে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়?

মিউচুয়াল ইন্ডাকশন এর মাধ্যমে ট্রান্সফরমারএক কয়েল থেকে অন্য কয়েলে বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকে। যখন প্রাইমারি কয়েলে সাপ্লাই দেওয়া হয় তখন এর চারপাশে একটি ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ চুম্বকীয় আবেশের সৃষ্টি হয়ে থাকে।
তখন এই ফিল্ড থেকেই ফ্লাক্স সংগ্রহ করে সেকেন্ডারি কয়েল এবং এদের মধ্যে মিউচুয়াল ইন্ডাকশনের তৈরি হয় যার ফলে সেকেন্ডারিতে বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকে। এই বিদ্যুৎ প্রবাহ মান নির্ভর করে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যার উপর।

ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও কাকে বলে?

ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারির ভোল্টেজ, কারেন্ট ও প্যাচ সংখ্যার মধ্যে যে সম্পর্ক থাকে তাকে ট্রান্সফরমেশন রেশিও বলে।

Vp/Vs=Np/Ns=Is/Ip

ট্রান্সফরমারের রেটিং কেন  কেবিএ (kVA) তে লেখা হয়ে থাকে?

আমরা জানি ট্রান্সফরমারের মোট লস=কোর লস+কপার লস। কোর লস নির্ভর করে ভোল্টেজের উপর । কপার লস নির্ভর করে কারেন্টের উপর। তাহলে মোট লস নির্ভর করে কারেন্ট এবং ভোল্টেজের উপর কিন্তু উহাদের মধ্যবর্তী ফেজ এঙ্গেলের উপরে নয়।
তাহলে বলা যায় যে পাওয়ার ফ্যাক্টর পরিবর্তনের সাথে মোট লসের কোন সম্পর্ক নেই। তাই ট্রান্সফরমারের রেটিং কেবিএ (kVA)তে লেখা হয়ে থাকে।

ট্রান্সফরমারের কি কি লস হয়?

  1. কোর লস
  2. কপার লস
কোর লস
  • এডি কারেন্ট লস
  • হিস্টেরেসিস লস
কপার লস
  • প্রাইমারি উয়াইন্ডিং এ কপার লস।
  • সেকেন্ডারি উয়াইন্ডিং এ কপার লস।

এডি কারেন্ট লস কি এবং তা কিভাবে কমানো যায়?

এডি কারেন্ট লস
এডি কারেন্ট কোরের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় কোর রেজিস্ট্যান্স বাধাগ্রস্ত হয়ে যে অপচয় হয়, তাকেই এডি কারেন্ট লস বলে।
এডি কারেন্ট লস কমানোর উপায়
এডি কারেন্ট লস কমাতে হলে কোরের লেমিনেশন গুলো কে যথা সম্ভব পাতলা বা চিকন করতে হবে এবং লেমিনেশন গুলোকে ভালভাবে লেমিনেটিং বা ইনসুলেটিং করে এডি কারেন্ট লস অনেকাংশে কমানো সম্ভব।

হিস্টেরেসিস লস কি এবং তা কিভাবে কমানো যায়?

হিস্টেরেসিস লস
আমরা জানি অল্টারনেটিং কারেন্ট পর্যায়ক্রমে পরিবর্তিত হয় । অল্টারনেটিং কারেন্ট পর্যায়ক্রমে পরিবর্তিত হওয়ার কারণে চুম্বক ক্ষেত্রের মেরুর দিক পরিবর্তন হয়ে থাকে
এ পর্যায়ক্রমিক চুম্বকীকরন ও বিচুম্বকীকরেনের ফলে কোরে অনুচুম্বক গুলো স্ব-স্ব স্থানে সংঘর্ষের কারনে পাওয়ার লস হয়, এই লসকেই হিসটেরেসিস লস বলে। হিস্টেরেসিস লসের কারনে তাপ উৎপন্ন হয়ে থাকে। যত বেশি হিস্টেরেসিস লস হবে তত বেশি তাপ উৎপন্ন হবে।
হিস্টেরেসিস লস কমানোর উপায়
এই লস কমানোর জন্য জন্য উচ্চ গুণসম্পন্ন ম্যাগনেটিক শিটের কোর ব্যবহার করতে হবে। যেমনঃ সিলিকন স্টিল।

ট্রান্সফরমারের ওয়েল কি এবং তা কেন ব্যবহার করা হয়?

ট্রান্সফরমার ওয়েল
ট্রান্সফরমারের ট্যাঙ্কের ভিতর যে তৈল ব্যবহার করা হয় সেই তৈল-ই হলো ট্রান্সফরমার ওয়েল।
ওয়েল ব্যবহার
এটি সাধারণত ইন্সুলেশনের জন্য এবংউইন্ডিংকে ঠাণ্ডা রাখার জন্য ব্যবহার করা হয়।  
ট্রান্সফরমার প্রশ্ন এবং উত্তর প্রথম পর্ব-১ আজ এই পর্যন্ত থাক বন্ধুরা। আমরা চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো লিখতে। আশা করি এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনারা  কিঞ্চিত পরিমান হলেও কিছুটা শিখতে এবং নতুন কিছু জানতে পেরেছেন।
হয়তো অনেক প্রশ্ন বাদ পড়ে গেছে। আশা করছি ট্রান্সফরমার প্রশ্ন এবং উত্তর পর্ব – ২ এ আমরা আরো অনেক প্রশ্ন সংযুক্ত করবো। ট্রান্সফরমার প্রশ্ন এবং উত্তর পর্ব আপানদের ভালো লাগলে শেয়ার করতে পারেন।
আজকের ট্রান্সফরমার প্রশ্ন এবং উত্তর যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। আমরা চেষ্টা করবো আপনাদের মূল্যবান প্রশ্নের উত্তর দিতে।
ট্রান্সফরমার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য কাজে লাগবে। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। 


EmoticonEmoticon