বাংলা প্রেমের মেসেজ এসএমএস, ভালবাসা sms 2018

মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে”
“ভাবি শুধু তোমাকে সব সময় অনুভবে”
“স্বপ্ন দেখি তোমাকে চোখের প্রতি পলকে”
“আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে ।

প্রেমের স্বার্থকতা মিলনে । বিরহ-বিচ্ছেদ হীনা মিলন, ততটা মধুময় নয় ।
বিরহ-বিচ্ছেদের পর মিলন, যতটা মধুময় হয় ।

চোখে আমার ঝর্ণা বহে, মনে দুঃখের গান ।
তোরে যদি না পাই আমি, দিব আমার প্রান ।
শুনতে চাই তোর কথা, ধরতে চাই হাত ।
কেমন করে তোরে ছাড়া, থাকি দিন রাত !

আমি প্রেম কি জানিনা, আমি প্রেম কি বুঝিনা, শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে !!
কি জানি হায় কোন আগুনে, মরিবো আমি এই ফাগুনে |


বাংলা অভিমানী প্রেমের এস,এম,এসঃ

আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে ।
কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে ?
বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে,
বুঝবে সেদিন তুমি, ভালবাসতাম শুধু তোমাকে …… !

সুখে থাকো দুঃখে থাকো,
খবর তো আর রাখো না ।
এখন তো আমায় তুমি ভালো
আর বাসো না ।
যতো ভালোবাসা ছিলো দিয়ে
ছিলাম তোমাকে ।
তবু তুমি কিছুতেই,
বুঝলেনা আমাকে ।

রোমান্টিক প্রেমের কবিতা এস,এম,এসঃ

এক মুঠো স্বপ্ন দিলাম,
নিজের মত গড়ে নিও;
এক মুঠো ভালোবাসা দিলাম,
যত্ন করে রেখো;
এক মুঠো কষ্ট দিলাম,
বেদনায় নীল হয়ে যেতে দিও;
এক ফোটা বৃষ্টি দিলাম,
মনটাকে ভিজিয়ে নিও;
এক মুঠো রং দিলাম,
পৃথিবীটাকে সাজিয়ে নিও;
এক মুঠো বাতাস দিলাম,
দীর্ঘ নি:শ্বাস নিও;
এক মুঠো রংধনু দিলাম,
মনটাকে রাঙিয়ে নিও।

বাংলা প্রেমের লাভ মেসেজ

অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয় ।
ছোট্ট ছোট্ট গল্প থেকে, ভালবাসার সৃষ্টি হয় ।
মাঝে মাঝে ফোন করলে, সম্পর্কটা মিষ্টি হয় ।

বাংলা প্রেমের এস,এম,এস একঃ

ভালবাসা এমন একটা বস্তু যা
কখনো আপনাকে হাসাবে কখনো
আপনাকে কাদাবে ।
কখনো মধুর সপ্ন দেখাবে, কখনো
হৃদয় ভেঙ্গে চুর-মার করে দিবে ।
কখনো সুখের সাগরে ভাসাবে,
আবার কখনো কষ্টের অথৈ
জলে ডুবাবে ।
তবুও মানুষ ভালোবাসে,
তবুও মানুষ সপ্ন দেখে, কারন এই
সব আছে বলেই হয়তো মানুষ
বেঁচে থাকে……….

যদি বৃষ্টি হোতাম…… তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম ।
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষেই ধুয়ে দিতাম ।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!

শীতের চাঁদর জড়িযে,
কুয়াশার মাঝে দাঁড়িয়ে,
হাত দুটো দাও বারিয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন”
বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষন


EmoticonEmoticon