নোকিয়া (Nokia) ফোন Android Pie আপডেট ফিচার

বাজারে এসে গেছে এন্ড্রয়েড এর নতুন ভার্সন এন্ড্রয়েড পাই। Google এর Pixel সিরিজের স্মার্টফোন গুলি সবার আগেই Android Pie আপডেট পেয়ে গেছে। এবার এন্ড্রয়েড পাই আপডেট এর ঘোষণা দিয়েছে নোকিয়া ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।

বর্তমানে এন্ড্রয়েড স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি গুলির মধ্যে গ্রাহকদের লেটেস্ট এন্ড্রয়েড আপডেট দেওয়ার সুনামে এক নম্বরে আছে নোকিয়া ব্র্যান্ড। শিঘ্রই কোম্পানির সকল স্মার্টফোনে  এন্ড্রয়েড পাই আপডেট পৌঁছে যাবে বলেছেন এইচ এমডি গ্লোবাল। যেসব ফোনে এখন এন্ড্রয়েড ওরিও ভার্সন চলছে সেই সকল মডেল গুলিতে এন্ড্রয়েড পাই আপডেট পাওয়া যাবে।
Android Pie আপডেট পাবে নোকিয়ার যে সকল ফোন
Nokia 1Nokia X5
Nokia 2Nokia 6
Nokia 2.1Nokia 6.1
Nokia 2.1Nokia X6 aka Nokia 6.1 Plus
Nokia 3Nokia 7
Nokia 3.1Nokia 7 Plus
Nokia 5Nokia 8
Nokia 5.1Nokia 8 Sirocco
সম্প্রতি Nokia কোম্পানি ব্যস্ত ব্যবহারকারীদের ফোনে Android Pie আপডেট পৌঁছে দেওয়ার কাজে। নকিয়ার যে সকল ফোনে স্ন্যাপড্রাগন ৬০০ সিরিজ এর চিপসেট রয়েছে সেই সব আগে ফোনে এন্ড্রয়েড এর এই লেটেস্ট আপডেট আগে দেওয়া হবে। এই তালিকায় আছে Nokia 6.1 এবং Nokia 6.1 Plus মডেলের ফোন। অক্টোবর মাসের মদ্ধেই এই দুই মডেলের ফোন Android Pie আপডেট পেয়ে যাবে।
পাশাপাশি Nokia 8 এবং Nokia 8 Sirocco মডেলের ফোন ব্যবহারকারীরা এন্ড্রয়েড পাই আপডেট পাবেন নভেম্বর মাসে।
এছাড়া এই বছরের শেষে Nokia কোম্পানির অন্যান্য ফোনগুলিতে লেটেস্ট Android Pie আপডেট পৌঁছে যাবে।


EmoticonEmoticon