গণিতের বেসিক কিছু প্রশ্ন ও উত্তর | গণিতের ভাইভা প্রশ্ন

গনিতের বেসিক কিছু প্রশ্ন ও উত্তর
গনিতের বেসিক কিছু প্রশ্ন ও উত্তর
গণিতের বেসিক থেকে কিছু প্রশ্ন প্রায় সব চাকরির পরীক্ষায় থাকে ভালো করে লক্ষ্য রাখুন। 

গণিতের প্রাথমিক বিষয়ের আলোচনা

★ ক্যালকুলাসের আদি ধারণা দেন কে? 

নিউটন। 

★ সংখ্যাতত্ত্বের জনক কে? 

পিথাগোরাস। 

★ জ্যামিতির জনক কে? 

ইউক্লিড। 

★ রোমান M প্রতিকের অর্থ কি? 

1000. 

সংখ্যা পদ্ধতি

★ শুন্যসংখ্যার আদি ধারণ কাদের? ভারতীয়। 

★ ৬ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? ৮৯৯৯৯৯। (999999-100000) 

★ একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অংক যথাক্রমে p, q, r সংখ্যাটি কত? 100p+10q+r 

★ ১, ২ ও ৩ দ্বারা গঠিত ৩ অংকের যতটি সংখ্যা লেখা যায় তাদের সমস্টি কত? ১৩৩২। 

★ দুই অংকবিশিষ্ট একটি সংখ্যাকে অংকদ্বয়ের গুনফল দ্বারা ভাগ করলে ভাগফল হয় ৩। সংখ্যাটির সাথে ১৮ যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত? ২৪। [একক স্থানীয় মান-x , দশক স্থানীয় মান-y সংখ্যাটি 10x+y ধরে করতে হবে] 

★ ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে কয়টি? ১২টি। [যে কোন সংখ্যার ল.সা.গু করে সুচকে পরিনত করতে হয়] 

★ যদি n এবং p দুটি অযুগ্ন সংখ্যা হয়,. তবে যুগ্ন সংখ্যা? n+p. [দুইটি অযুগ্ন সংখ্যার যোগফলই যুগ্ন সংখ্যা] 

★ ১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? ১০টি। [যে সংখ্যাকে ঐ সংখ্যা বা ১ ব্যতিত ভাগ করা যায় না] 

★ √5 সংখ্যাটি কি সংখ্যা? অমুলদ । [পূর্ণবর্গ নয় এমন যে কোন সংখ্যাই অমুলদ সংখ্যা] 

আর্ন্তজাতিক গনণা পদ্ধতি

★ ৯ কোটিতে কত মিলিয়ন হয়? ৯০ মিলিয়ন। [১০ মিলিয়নে ১কোটি] 

★ ১ ট্রিলিয়ন কত কোটি ? ১লক্ষ কোটি। 105×107 . 

★ বিবিয়ানা গ্যাস ফিল্ডে ১০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে। প্রতি বছর ১ লক্ষ মিলিয়ন ঘনফুট হারে উত্তোলন করা হলে কত বছরে এই ফিল্ড নিঃশেষ হবে? 100 বছরে। [১০ ট্রিলিয়ন =১০০ লক্ষ মিলিয়ন] 

পরিমাপ ও এ্কক সম্পর্কে

★ আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে? ১৯৬০ সালে। 

★ ১ কিমি সমান কত মাইল? 0.৬২ মাইল। 

★ ১ নোটিক্যাল মাইলে কত মিটার? 1১৮৫৩.২৮ মিটার। 

★ সমুদ্রের পানির গভীরতা মাপার একক? ফ্যাদম। 

★ ১.৫ ইঞ্চি ১ ফুটের কত অংশ? ১/৮ অংশ। 

★ ৩৩২ গজ ১মাইলের কত অংশ? ১/৫ অংশ। [যেখানে ১মাইল = ১৭৬০ গজ। 

ক্ষেত্র সম্পর্কিত

★ এক বর্গ কিলোমিটার কত একর? ২৪৭ একর।

★ একটি জমির পরিমান ৫ কাঠা হলে, তা কত বর্গফুট হবে? ৩৬০০ বর্গফুট। 

★ এক বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার? ৬.৪৫ সেন্টিমিটার। 

আয়তন সম্পর্কিত

★ ১ঘন মিটার = কত লিটার? ১০০০ লিটার। 

★ ৩ লিটার পানির ওজন কত? ৩ কেজি। 

★ এক গ্যালনে কয় লিটার ? ৪.৫৫ লিটার। 

ভর সম্পর্কিত

★ ১ সের সমান কত কেজি? ০.৯৩ কেজি। 

★ ১ মনে কত কত? ৩৭.৩২ কেজি। 

★ ১ টনে কত কেজি? ১০০০ কেজি। 

★ ১ কেজিতে কত পাউন্ড ২.২১ আইবিএস বা পাউন্ড। 

★ ১০ কুইন্টালে কত কেজি? ১ কেজি। 

দশের সূচকের নাম

★ এক ন্যানো মিটার সমান? 10-9 . 

★ 20573.4 মিলিগ্রামে কত কিলোগ্রাম? 0.0205734 . 

★ একটি যোগ করতে কম্পিউটার ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে ১ সেকেন্ডে কতটি যোগ করতে পারবে? ২ কোটি। 

ল.সা.গু

★ কত জন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি কলা সমান ভাবে ভাগ করে দেয়া যায়? ৫জনকে। (দুটিকে লসাগু করে) 

★ পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৫, ৭, ৮, ১০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কত পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? ১৪ মিনিট। (ল.সা.গু করে ৬০ দিয়ে ভাগ) 

★ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫,. ৬ দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগশেষ প্রত্যেক বার ৩ থাকবে? ৬৩। (ল.সা.গু করে ৩ যোগ করে) 

★ দুটি সংখ্যার গুন ফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে গ.সাগু কত? ১৬ । (ভাগ করে) 

★ একটি গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পেছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের টাকা পেছনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে? ৬০ মিটার। (লসাগুর সাথে ১০ গুন)

১. একটি পঞ্চভুজের সমষ্টি? 

— ৬ সমকোণ 

২.একটি সুষম ষড়ভুজের অন্ত:কোণগুলোর সমষ্টি

tag: গনিতের বেসিক কিছু প্রশ্ন ও উত্তর, গণিতের বেসিক বই, গণিতের বেসিক, গণিতের বেসিক কিছু প্রশ্ন, গণিতের বেসিক প্রশ্ন, গণিতের বেসিক কিছু প্রশ্ন pdf, গনিত বেসিক ।

— ৭২০ ডিগ্রি 

৩.বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 

— ৯গুন 

৪.কোন ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখন্ড যে বিন্দুতে ছেদ করে তাকে বলে 

— অন্ত:কেন্দ্র 

৫.স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ– 

–৯০ ডিগ্রী 



১.তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের বলে 

— সদৃশ ত্রিভুজ 

2.ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি 

–দুই সমকোণ অপেক্ষা বৃহত্তম 

৩.কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলি সমান হলে , ত্রিভুজটি 

— সমদ্বিবাহু 

৪. ২৫৩ ডিগ্রি কোণকে কী কোণ বলে ? 

— প্রবৃদ্ধ কোণ 

৫.একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দু,টি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 

–১৮০ ডিগ্রি 



১. একটি পঞ্চভুজের সমষ্টি? 

— ৬ সমকোণ 

২.একটি সুষম ষড়ভুজের অন্ত:কোণগুলোর সমষ্টি

— ৭২০ ডিগ্রি 

৩.বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 

— ৯গুন 

৪.কোন ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখন্ড যে বিন্দুতে ছেদ করে তাকে বলে 

— অন্ত:কেন্দ্র 

৫.স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ– 

–৯০ ডিগ্রী 



১৷জ্যা’ শব্দের অর্থ কি? 

=ভূমি 

২৷ দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে? 

=সম্পূরক কোণ 

৩৷ একটি সরলরেখার সাথে অপর একটি 

রেখাংশ মিলিত যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি হবে 

=দুই সমকোণ(১৮০°) 

৪৷ 
হলে 
=65° 

৫৷ দুটি পূরক কোণের সমষ্টি কত? 

=৯০° 

৬৷ সম্পূরক কোণের মান কত? 

=১৮০° 

১. কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি 

— ৩৬০ ডিগ্রী 

২.সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩,৪ সেমি হলে, অতিভুজের মান কত? 

— ৫ সে.মি 

৩.সামন্তরিকের বিপরীত কোণেরঅর্ন্তদ্বিখন্ডকদ্বয়–পরস্পর সমান্তরাল 

৪. একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে , বর্গক্ষেত্র দু.টির কর্ণের অনুপাত কত? 

–৪:১ 

৫.রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিকন্ডিত করলে তাদের অন্তর্ভুক্ত কোণ 

— ৯০ ডিগ্রী 

বৃত্ত সম্পর্কিত তথ্য 

※ পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্য কে বলা হয়? 

=পরিধি 

※ বৃত্তের পরিধির সূত্র 

=2πr 

※পরিধির যেকোন অংশকে বলা হয় 

=চাপ 

※পরিধির যেকোন দুই বিন্দুর সংযোগ সরলরেখাকে বলা হয় 

=জ্যা( বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা) 

※ বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যা-ই 

=ব্যাস 

※ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় 

=ব্যাসার্ধ 

বৃত্ত সম্পর্কিত কিছু ধারণাঃ 

※একই সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দুর মধ্য দিয়ে কোন বৃত্ত আকা যায়না। 

※দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ৩টি বৃত্ত আকা যায়। 

※একটি বৃত্তের যেকোন দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলা হয়। 

※বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে π বলে। 

※বৃত্তের কেন্দ্র থেকে কোন বিন্দুর দুরত্বকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলে। 

※বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। 

※বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে কেন্দ্রের নিকটতম জ্যাটি অপর জ্যা অপেক্ষা বড়। 

※বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। 

※বৃত্তের যে কোন জ্যা এর লম্বদ্বিখণ্ডক কেন্দ্রগামী। 

※কোন বৃত্তের ৩টি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হবে। 

※অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ। 



»বৃত্ত সম্পর্কিত কিছু সূত্র: 

»বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল =πr² ( যেখানে r বৃত্তের ব্যাসার্ধ) 

»গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল =4πr² 

»গোলকের আয়তন =4÷3(πr³) 

১৷ সর্বপ্রথম সেট তত্ত্বের ধারণা দেন =জর্জ ক্যান্টর

২৷ ভেনচিত্র কে আবিষ্কার করেন =জনভেন 

৩৷ একক সেটের উপাদান সংখ্যা =১টি 

৪৷ সেটকে প্রকাশ করার কয়টি পদ্ধতি আছে =২টি

৫৷ : ” দ্বারা কি বোঝায় =যেন 



গণিতের Father: 

১. সংখ্যাতত্ত্ব—- পিথাগোরাস 

২. জ্যামিতি——ইউক্লিড 

৩. ক্যালকুলাস —– নিউটন 

৪. ম্যাট্রিক্স ——– কেইসে 

৫. ত্রিকোণমিতি—— হিপ্পারচাস 

৬. পাটিগণিত—— আর্যভট্র 

৭. বীজগণিত ——- মুসা আল খারিজমী 

৮. লগারিদম——জন নেপিয়ার 

৯. সেটতত্ত্ব——–জর্জ ক্যান্টর 

১০. আলগরিদম——-ব্রহ্মগুপ্ত 

১১. শূন্যে আবিষ্কারক ——ব্রহ্মগুপ্ত ও আর্যভট্র 


tag: গণিতের বেসিক বই, গণিতের বেসিক কিছু প্রশ্ন, গণিতের বেসিক প্রশ্ন, গণিতের বেসিক কিছু প্রশ্ন pdf, গণিত বেসিক, গণিত বেসিক ম্যাথ, গণিত এর বেসিক, গণিতের ভাইভা প্রশ্ন, গণিতের ভাইভা
গণিত ভাইভা, গণিত ভাইভা প্রশ্ন

টেক্সটাইল ডাইং ভাইবা প্রশ্ন ও উত্তর

টেক্সটাইল ডাইং ভাইবা প্রশ্ন ও উত্তর
টেক্সটাইল ডাইং ভাইবা প্রশ্ন ও উত্তর
টেক্সটাইল ডাইং ভাইবা প্রশ্ন ও উত্তর বিভিন্ন পরিক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ।

প্রশ্ন – ১. ওয়েট প্রসেসিং শব্দের অর্থ কি?

উত্তরঃ সিক্ত প্রক্রিয়া।

প্রশ্ন – ২. ওয়েট প্রসেসিং কে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তরঃ ৩ ভাগে। যথাঃ ক. প্রি-ট্রিটমেন্ট, খ. ডাইং ও প্রিন্টিং, গ. ফিনিশিং।

প্রশ্ন – ৩. ডাইং কাকে বলে?

উত্তরঃ রং, রসায়ন ও অন্যান্য সহায়ক পদার্থের মাধ্যমে টেক্সটাইল দ্রব্যকে রঙিন করার প্রক্রিয়াকে ডাইং বলে।

প্রশ্ন – ৪. প্রিন্টিং কাকে বলে?

উত্তরঃ রং, রসায়ন ও অন্যান্য সহায়ক পদার্থ দ্বারা বিশেষ কিছু কৌশল অবলম্বন করে কাপড়ের স্থান বিশেষে কোন নির্দিষ্ট ডিজাইন ফুটিয়ে তোলাকে প্রিন্টিং বলে।

প্রশ্ন – ৫. ফিনিশিং কাকে বলে?

উত্তরঃ টেক্সটাইল দ্রব্যের সৌন্দর্য বৃদ্ধি ও ব্যবহারের উপযোগী করার প্রক্রিয়াকে ফিনিশিং বলে।

প্রশ্ন – ৬. সাবান বলতে কি বুঝ?

উত্তরঃ সম্পৃক্ত ও অসম্পৃক্ত উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ধাতব লবণকে সাবান বলে।

প্রশ্ন – ৭. ডিটারজেন্ট কি?

উত্তরঃ যে কেমিক্যালের সাহায্যে টেক্সটাইল দ্রব্য হতে ময়লা, ধুলাবালি, তৈল, চর্বি ও অন্যান্য অপদ্রব্য দূর করা হয়, তাকে ডিটারজেন্ট বলে।

প্রশ্ন – ৮. প্লেট সিনজিং মেশিনের গতি কত?

উত্তরঃ ২৫০ থেকে ৪০০গজ প্রতি মিনিটে।

প্রশ্ন – ৯. ডিসাইজিং কাকে বলে?

উত্তরঃ যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বুননকৃত কাপড় হতে স্টার্চ জাতীয় পদার্থ দূর করা হয় এবং কাপড়ে পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়, তাকে ডিসাইজিং বলে।

প্রশ্ন – ১০. এনজাইম কি?

উত্তরঃ এক ধরনের জৈব প্রভাবক।

প্রশ্ন – ১১. কটনে সেলুলোজের শতকরা হার কত?

উত্তরঃ শতকরা ৯৪ থেকে ৯৭ ভাগ।

প্রশ্ন – ১২. স্কাওয়ারিং কাকে বলে?

উত্তরঃ যে সিক্ত প্রক্রিয়ায় অ্যালকালি সহযোগে টেক্সটাইল দ্রব্য হতে তেল, চর্বি, মোম ও অন্যান্য অপদ্রব্য দূড় করা হয়, তাকে স্কাওয়ারিং বলে।

প্রশ্ন – ১৩. ব্লিচিং কাকে বলে?

উত্তরঃ যে রাসায়নিক প্রক্তিয়ার মাধ্যমে টেক্সটাইল দ্রব্য হতে প্রাকৃতিক রং জাতীয় পদার্থ স্থায়ীভাবে দূর করে দ্রব্যটিকে সাদা ধবধবে করা হয়, তাকে ব্লিচিং বলে।

প্রশ্ন – ১৪. পিগমেন্ট কি?

উত্তরঃ এক ধরনের রং বা কালারি বস্তু।

প্রশ্ন – ১৫. পানিতে দ্রবণীয় তিনটি ডাই স্টাফের নাম লিখ।

উত্তরঃ ক. ডাইরেক্ট ডাই, খ. রি-অ্যাকটিভ ডাই, গ. অ্যাসিড ডাই।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বেসিক কিছু প্রশ্ন ও উত্তর | টেক্সটাইল ভাইবা প্রশ্ন ও উত্তর

প্রশ্ন – ১৬. পানিতে অদ্রবণীয় তিনটি ডাই স্টাফের নাম লিখ।

উত্তরঃ ক. ভ্যাট ডাই, খ. সালফার ডাই, গ. ডিসপার্স ডাই।

প্রশ্ন – ১৭. তিনটি ওয়েটিং এজেন্ট এর নাম লিখ।

উত্তরঃ ক. টি.আর ওয়েল, খ. মনোপল, গ. লিসাপল।

প্রশ্ন – ১৮. অ্যাসিড ডাই কি?

উত্তরঃ সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ এবং কোন কোন ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ।

প্রশ্ন – ১৯. অ্যাসিড ডাই এর তিনটি বাণিজ্যিক নাম লিখ।

উত্তরঃ লিউরাজল, স্যান্ডোফাস্ট, স্যাপরাসেন।

প্রশ্ন – ২০. ভ্যাট বলতে কি বুঝ?

উত্তরঃ প্রকৃতি থেকে প্রাপ্ত ইন্ডিগো কালারকে যে বিশেষভাবে নির্মিত কাঠের পাত্রে দ্রবণীয় করা হত, তাকে ভ্যাট বলে।

প্রশ্ন – ২১. ভ্যাট ডাই কোন শ্রেণীর ফাইবার রং করতে ব্যবহৃত হয়?

উত্তরঃ সেলুলোজিক ফাইবার, তবে প্রোটিন ফাইবারও রং করা যায়।

প্রশ্ন – ২২. ভ্যাটিং কি?

উত্তরঃ যে পদ্ধতিতে অদ্রবণীয় ভ্যাট ডাইকে বিভিন্নভাবে দ্রবণীয় করা হয়, তাকে ভ্যাটিং বলে।

প্রশ্ন – ২৩. ভ্যাট ডাই-এ লবণের কাজ কি?

উত্তরঃ ফাইবারের প্রতি ডাই এর আকর্ষণ বৃদ্ধি করা।

প্রশ্ন – ২৪. ভ্যাট ডাই এর দিটি বাণিজ্যিক নাম লিখ।

উত্তরঃ ক. অ্যালগোসল, খ. ইন্ডিগোসল।

প্রশ্ন – ২৫. ভ্যাট ডাই এর সংজ্ঞা দাও।

উত্তরঃ যে ডাইকে ভ্যাট নামক পাত্রে সোডিয়াম হাইড্রোসালফাইড বা হাইড্রোজ (রিডিউসিং এজেন্ট) এবং সস্টিক সোডা দ্রবণে ক্রিয়া করে দ্রবণীয় করতে হয়, তাকে ভ্যাট ডাই বলে।

প্রশ্ন – ২৬. ডিসপার্সিং ডাই দ্বারা কোন কোন ফাইবার রং করা যায়?

উত্তরঃ নাইলন, পলিয়েস্টার, অ্যাক্রাইলিক ইত্যাদি ফাইবার।

প্রশ্ন – ২৭. বর্তমানে কোন ডাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?

উত্তরঃ রি-অ্যাকটিভ ডাই।

প্রশ্ন – ২৮. রি-অ্যাকটিভ ডাই এর তিনটি বাণিজ্যিক নাম লিখ।

উত্তরঃ ক. প্রসিওন এম, খ. প্রসিওন এইচ, গ. সিবাক্রোন।

প্রশ্ন – ২৯. প্যাকেজ কাকে বলে?

উত্তরঃ সুতা যার উপর জড়ানো থাকে তাকে প্যাকেজ বলে।

প্রশ্ন – ৩০. টেক্সটাইল দ্রব্যকে কি কি আকারে ডাইং করা যায়?

উত্তরঃ ক. ফাইবার আকারে বা লুজ আকারে, খ. সুতা আকারে, গ. কাপড় আকারে, এবং ঘ. পিস গুড (পোশাক) আকারে।

প্রশ্ন – ৩১. কটন কাপড় ডাইং এর জন্য কোন মেশিন বেশি ব্যবহৃত হয়?

উত্তরঃ জিগার ডাইং মেশিন।

প্রশ্ন – ৩২. উইঞ্চ ডাইং মেশিনে কি ধরনের কাপড রং করা হয়?

উত্তরঃ নিটেড কাপড়।
tag: টেক্সটাইল ডাইং ল্যাব, টেক্সটাইল ডাইং ভাইবা, টেক্সটাইল ডাইং প্রসেস, টেক্সটাইল ডাইং বই, টেক্সটাইল ডাইং কি, টেক্সটাইল ডাইং মেশিন, textile dyeing process pdf, textile dyeing, textile dyeing process, textile a dyeing, textile dyeing ph, লিডা টেক্সটাইল & ডাইং লিমিটেড

1 Noverber 2019 Saptahik Chakrir Khobor PDF ১ নভেম্বর ২০১৯ সাপ্তাহিক চাকরির খবর পিডিএফ ডাউনলোড

1 November 2019 weekly job newspaper, Bangla weekly job circular 2019. 1.11.2019 weekly shapatahik chakrir potrika Pdf download

1st November Saptahik Chakrir Khobor PDF Download





টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বেসিক কিছু প্রশ্ন ও উত্তর | টেক্সটাইল ভাইবা প্রশ্ন ও উত্তর

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বেসিক কিছু প্রশ্ন ও উত্তর চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। টেক্সটাইল ভাইবা প্রশ্ন,  টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভাইবা
টেক্সটাইল ভাইবা প্রশ্ন
টেক্সটাইল ভাইবা প্রশ্ন

১. সকল ফাইবারের কিং বলা হয় কোন ফাইবার কে?

উত্তর: কটন ফাইবার Cotton

২.প্রথম আবিস্কার করা crop ফাইবার এর নাম কি?

উত্তর : ফ্লাক্স ফাইবার

৩.প্রথম আবিস্কার করা সিননথেটিক অথবা মেন মেইড ফাইবার এর নাম কি?

উত্তর: পলি এমাইড ফাইবার। Nylon Fibre.

৪.প্রথম আবিস্কার করা ন্যাচারাল ফাইবার এর নাম কি?

উত্তর: wool ফাইবার।

৫.কোন ফাইবার কে ফাইবারের রাণী বলা হয়?

উত্তর: সিল্ক ফাইবার Silk

৬.ডিসপোজাল গার্মেন্টস কি?

উত্তর: এক বার ব্যবহার করা গার্মেন্টস কে বলা হয়।

৭.ফাইবার ফিজিকেলী কত প্রকার?

উত্তর: ২ প্রকার । স্টেপল ফাইবার & ফিলামেন্ট ফাইবার।

৮.weft নিটিং এর স্টিচ কয়টি?

উত্তর: ৩টি | প্লেইন নিট স্টিচ, পার্ল স্টিচ & রিব স্টিচ।

৯.কি কি ধরনের কটন কাপড় কিনতে পাওয়া যায়?

উত্তর: গ্রে কটন, ব্লিচ কটন & কালার অথবা ডাইড কটন ফেব্রিক।

১০.প্লাই ইয়ার্ন কি?

উত্তর: ২ বা এর বেশি ইয়ার্ন একত্রে পাক বা টুয়েস্ট দেওয়ার ফলে যে ইয়ার্ন পাওয়া যায় তাকে প্লাই ইয়ার্ন বলে।

১১. কমবেড & কার্ডেড ইয়ার্ন এর মধ্যে কোনটা বেশি ব্যবহার করা হয় বেশি?

উত্তর: কার্ডেড ইয়ার্ন

১২.সিংগেল & ডাবল জারসির মধ্যে কোনটির কারলিং টেনডেনছি প্রপারটিজ শো করে?

উত্তর: সিংগেল জারসি।

১৩.কাকে স্পিনিং এর আত্মা বলা হয়?

উত্তর: কার্ডিং

১৪.ডাইং এর আত্মা বলা হয় কাকে?

উত্তর: স্কাওরিং & ব্লিচিং।

১৫.বাটনের সাইজ কোন একক দিয়া মাপা হয়?

উত্তর: লাইন।

১৬.কত ধরনের ডাইং মেথড আছে & কি কি?

উত্তর: স্টোক ডাইং, টপ ডাইং, ইয়ারন ডাইং, পিচ ডাইং, গারমেন্টস ডাইং & ডোপ ডাইং মেথড।

১৭. কি কি ধরনের কেমিক্যাল প্রছেছ ব্যবহার করা হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে?

উত্তর: স্কাওরিং, ব্লিচিং, ব্লিচ ক্লিন আপ, ডি-সাইজিং, ফেব্রিক সফেনিং & মার্সারাইজেশন

১৯. বাইন্ডার কখন ব্যবহার করা হয়?

উত্তর: পিগমেন্ট ডাইং, ফ্লোরোসেন্ট ডাইং & প্রিন্টং

২০.পিগমেন্ট কালার ফিক্সট করার জন্য কি প্রসেস ব্যবহার করা হয়?

উত্তর: কিউরিং।

২১. মার্সারাইজেশন এর মেইন উদেশ্য কি?

উত্তর: ফেব্রিকের শক্তি, উজ্জলতা, এবজরবেনসি বাড়াতে সাহায্য করে।

২২.মার্সারাইজ করা হয় কোন কাপড়ে?

উত্তর: ওভেন কাপড়ে।

২৩. হেয়ারিনেস দুর করা হয় কোন প্রসেস?

উত্তর: ওভেন সিনজিং & নিট কাপড় বায়ো-টেকনোলজি।

২৪.ডেনিম কাপড় ডাইং করা হয় কোন ডাইছ দিয়া?

উত্তর: ভেট ডাইড, সালফার ডাইজ।

২৫. ভেট ডাইজের রাবিং ফাস্টনেস কত?

উত্তর: ২-৩

২৬.কালার থিওরী কয়টি & কি কি?

উত্তর: ২টি, পিগমেন্ট & লাইট থিওরী

২৭.কি দিয়া সব ধরনের কাপড় কালার করা যায়?

উত্তর: পিগমেন্ট।

২৮. টেমপোরারী ওয়াটার হার্ডনেস কিভাবে দুর করা যায়?

উত্তর: বাই হিটিং।

২৯.ড্রাফটের লিমিট কত স্প্রিড ফ্রেমের?

উত্তর: ৩০-৬০

৩০.ডেনিমের সুতা বানানো হয় কি থেকে?

উত্তর: ডিরেক্ট স্লাইভার থেকে।

৩১.মসলিন কাপড়ের কাউন্ট কত?

উত্তর:৩০০ Ne

৩২.স্লাইভার এর কাউন্ট কত?

উত্তর: ০.১ Ne

৩৩.রবিং এর কাউন্ট কত?

উত্তর: ১-৩ Ne

৩৪.পপলিনের কাউন্ট কত?

উত্তর: 40 Ne

৩৫.লংগির কাউন্ট কত?

উত্তর:৩০ Ne

৩৬.নরমাল শার্টের কাউন্ট কত?

উত্তর: ৩০-৪০

৩৭. ভয়েল ফেব্রিকের কাউন্ট?

উত্তর: ৬০

৩৮.ড্রইং মেশিনের কাজ কি?

উত্তর: ড্রইং , ডাবলিং & ড্রাফটিং।

৩৯.সিমপ্লেক্স মেশিনের ইনপুট & আউট পুট কি?

উত্তর: ড্রইং স্লাইভার – রবিং

৪০.রিং ফ্রেম মেশিনের ইনপুট & আউটপুট কি?

উত্তর: রবিং – ইয়ার্ন

৪১. ড্রোইং মেশিনের ইনপুট & আউটপুট কি?

উত্তর: স্লাইভার।

৪২.কম্বার মেশিনের ইনপুট & আউটপুট কি?

উত্তর: লেপ – স্লাইভার।

৪৩.সুপার লেপ ফরমার মেশিনের ইনপুট & আউটপুট কি?

উত্তর: ড্রইং স্লাইভার – লেপ।

৪৪.ড্রইং মেশিনে কয়টি কেম ফিট করতে হয়?

উত্তর: ৬-৮টি।

৪৫.রিং ফ্রেম মেশিনের ওয়েস্ট কে কি বলে?

উত্তর: pneumafil

৪৬. কম্বার মেশিনের ওয়েস্ট কে কি বলা হয়?

উত্তর: noile এইটা ১২-১৮% হতে পারে।

৪৭. ডাইং এর ইম্পরটেন্ট বিষয় কয়টি?

উত্তর: ২টি , কালার ফাস্টনেস & কালার মেচিং

উত্তর: ১টি মাত্র ডাইছ দিয়া কাপড় রং করাকে সেল্ফ শেড বলে।

৪৯.টোনাল ডিফারেন্স কি?

উত্তর: ১টি কালারের সাথে অন্য কালারের টোন পার্থক্য কে বলে।

৫০. নেপ কাউন্ট কি?

উত্তর: ১ইঞ্চ স্কায়ার এ যতটা নেপ থাকে তাকে বলে।

৫১. ডাইং এর ইউটিলিটজ কি কি?

উত্তর: পাম্প, জেনেরেটর, বয়লার, গ্যাস….

৫২.টেক্স্যটাইল ফাইবারের মিনিমাম স্ট্রেনথ কত?

উত্তর: 6 CN/TEX

৫৩.কটন এর MR% মানে ময়সচার রিগেইন % কত?

উত্তর: ৮.৫%

৫৪. উল এর MR% কত?

উত্তর: ১৬%

৫৫.পলিএস্টার এর MR% কত?

উত্তর: ০.৪%

৫৬.সিল্ক এর MR% কত?

উত্তর: ১১%

৫৭. টু-ইস্ট কত প্রকার?

উত্তর: ২ প্রকার, S & Z twist

৫৮.রিং ইয়ারন কোন টু-ইস্ট এ বানন হয়?

উত্তর: Z twist

৫৯.রোটর ইয়ারন কোন টুইস্ট প্রসেস?

উত্তর: S twist

৬০. ইন-ডাইরেক্ট সিস্টেমে কি ফিক্সট থাকে?

উত্তর: ভর ফিক্সট।

৬১.কটন এর ফাইননেস কি দিয়া নির্ধারন করা হয়/ /

উত্তর: মাক্রোনিয়ার ভ্যালু।

৬২. স্টেপল লেংথ কি?

উত্তর: ফাইবারের এভারেজ লেংথ কে বলা হয় স্টেপল লেংথ।

৬২. পিচ কি?

উত্তর: ১টি নিডেল থেকে অন্য ১টি নিডেলের ডিসটেন্স কে পিচ বলে।

৬৩.নিটিং কত প্রকার?

উত্তর: ২ প্রকার, warp & weft knitting.

৬৪.warp knitting এর ইলিমেন্ট কি কি?

উত্তর: নিডেল, কেম, সিনকার, গাইড।

৬৫. weft knitting এর ইলিমেন্ট কি কি?

উত্তর: নিডেল, সিনকার, কেম।

৬৬.কত সেট সুতা ব্যবহার করা হয় নিটিং করতে?

উত্তর : ১ সেট সুতা।

৬৭. কত সেট সুতা ব্যবহার করা হয় ওইভিং করতে?

উত্তর : ২ সেট সুতা।

৬৮. নিডেল কত প্রকার?

উত্তর: ৩ প্রকার। লেচ নিডেল, বিয়ারড নিডেল, কমপাউন্ড নিডেল।

৬৯.নিটের কাপড় কত ধরনের হয়?

উত্তর: ২ ধরনের, cutting & sew knit wear.

৭০. নিটিং এর স্টিচ কত প্রকার?

উত্তর: ৩ প্রকার। নিট স্টিচ, টাক স্টিচ & মিস স্টিচ।

৭১.কেম কত প্রকার?

উতর: types of cam – 1.stitch cam 2.rising cam. 3.Guard cam 4. Upthrow cam

৭২. M:L রেশিও কেন ইম্পরটেন্ট ডাইং এর জন্য?

উত্তর : M:L ছারা প্রয়োজনীয় পরিমান ডাইছ, কেমিক্যাল, পানি নিতে পারব না ডাইং & ওয়াশিং এর জন্য তাই M:L ইমপরটেন্ট।

৭৩.গার্মেন্টস ওয়াশিং এ কি কি কেমিক্যাল একশন হয়?

উত্তর: ৩টি | রেগুলার (ব্লিচ ওয়াশ), ইরেগুলার (এসিড ওয়াশ) & লোকাল (পি পি ইসপ্রে, পি পি সপুনজ)

৭৪. কি কি ফেক্টর ডিপেন্ড করে একশন অব ওয়াশিং?

উত্তর: টাইম, টেমপারাচার, মেকানিক্যাক একশন, কেমিক্যাল একশন।

৭৫. কস্টিং & প্রাইজিং কি?

উত্তর: কস্টিং হল টুটাল কনজামশন অব গার্মেন্টস যেখানে প্রফিট এড থাকে না। কস্টিং এর সাথে যখন প্রফিট যুক্ত থাকব তখন একে প্রাইজিং বলা হয়।

৭৬. লেবেল কত প্রকার?

উত্তর: ৩ প্রকার, মেইন লেবেল, সাইজ লেবেল & কেয়ার লেবেল।

৭৭. জেকেটের কতট পার্টস থাকে?

উত্তর: ৩টা | “আপার পারটস” কল শে’ল্ল। ইনার পারটস কল লাইনিং & মিডেল পারস্ট কল ইন্টারলাইনিং।

৭৮. WWSC & RSWD বলতে কি বুঝায়?

উত্তর: WWSC= WASH WITH SIMILAR COLOR, RSWD = RE SHAPE WHILST DAMP

৭৯.TAP & AQL কি?

উত্তর: TAP= Total acceptable product in a lot, AQL=acceptable quality limit

৭৮. বাংলাদেশের প্রথম গারমেন্টস এর নাম কি?

উত্তর: রিয়াজ গার্মেন্টস

৭৯. শার্ট বানানোর জন্য কয়টি সেকশন থাকে?

উত্তর: ৩টি, কলার, কাফ & বডি সেকশন।

৮০. গার্মেন্টসে CAM এর কাজ কি?

উত্তর: সেলাই / কাটিং /ফেব্রিক স্প্রেডিং & মোভ করা।

৮১.CAD এর কাজ কি?

উত্তর: গার্মেন্টস ডিজাইন/মার্কার মেকিং / পেটার্ন প্রিপারেশন & গ্রেডিং।

৮২.মার্কারের উদ্দেশ্য কি?

উত্তর: কাপড়ের অপচয় কমানো।

৮৩. সুইং এবং স্টিচিং এর মধ্যে মেইন পার্থক্য কি?

উত্তর: সুইং ইনভিজিবল & স্টিচ ভিজিবল।

৮৪.ইয়ারন & থ্রেড এর মেইন পারথক্য কি?

উত্তর: ইয়ারন ব্যবহার করা হয় কাপড় প্রডিউছ করার জন্য & এইটা সিংগেল প্লাই। থ্রেড ব্যবহার করা হয় গার্মেনটস সুইং এর জন্য & এটা একের অধিক প্লাই হতে পারে।

৮৫.কমপ্লাইন্স এর কাজ কি?

উত্তর: শ্রমিকের অধিকার & সুবিধাসমুখ এনশিউর করা।

৮৬. নিটিং কাপড় প্রডিউস হয় কিভাবে?

উত্তর: ইন্টার লুপিং এর মাধ্যেমে।

৮৭.ওভেন কাপড় কিভাবে প্রডিউস হয়?

উত্তর: ইন্টার লেছিং এর মাধ্যেমে।

৮৯.কোন নিটিং সিস্টেমে সিংগেল ইয়ারন ব্যবহার করে ফেব্রিক প্রডিউস হয়?

উত্তর : weft knitting.

৯০.warp এর অন্য নাম কি?

উত্তর: ends

৯১. weft এর অন্য নাম কি?

উত্তর: পিক

৯২. নিডেল individually কাজ করে কোন নিটিং মেশিনে?

উত্তর: weft knitting m/c

৯৩.নিডেল unitedly কাজ করে কোন নিটিং মেশিনে?

উত্তর: warp knitting m/c

৯৪. held loop কোন লুপ থেকে বড়?

উত্তর: নিট লুপ

৯৫.সিংগেল জারসি কাপড় চেনার উপায় কি?

উত্তর; ফেইচ & ব্যাক পার্টস ভিন্ন।

৯৬.ডাবল জার্সি কাপড় চেনার উপায় কি?

উত্তর: ফেইচ & বেক পার্টস সেইম বা একই দেখায়।

৯৭.jacquard loom m/c এর মেক্সিমাম warp thread কন্ট্রলিং এর কেপাছিটি কত?

উত্তর: ১৮০০

৯৮. নোটেশন কাকে বলে?

উত্তর : নিটিং এর স্ট্রাকচার প্রকাশের জন্য যে সংকেত বা প্রতিক ব্যবহার করা হয় তাকে নোটেশন বলে।

৯৯. মেকানিক্যাল বন্ডিং গুলো কিকি?

উত্তর : নিডেল ফেল্টিং, স্টিচ বন্ডিং, হাইড্রোয়েনট্যাংলিং।

১০০.আন্ডারল্যাপ কাকে বলে???

উত্তর : লুপ স্ট্রাকচার এর দ্বিতীয় অংশটি সুতার দৈর্ঘ্য লুপকে সংযোগ দেয় যাকে আন্ডার ল্যাপ বলে।

১০১. স্ট্যাপল পলিয়েস্টার নিট কারখানায় কম ব্যবহৃত হয় কেন??

উত্তর: গুটি বাধার কারনে কম ব্যবহৃত হয়।

১০২. রৈখিক ক্যাম কাকে বলে???

উত্তর : যে সম্মিলন ক্যাম এর নিডেল ট্র্যাক সর্বদা সরলরেখায় থাকে তাকে রৈখিক ক্যাম বলে।

১০৩ নিট সুতায় মোম প্রলেপ দেয়া হয় কেন? ??

উত্তর : নিডেল যাতে বার বার না ভাংগে, ও ঘর্ষনে সুতা যাতে না হেয়ারি হয়

১০৪. নন জ্যাকার্ড মেশিন কত কাটের হয়? ??

উত্তর : 24।

১০৫. নন জ্যাকার্ড মেশিন কাকে বলে? ?

উত্তর : নিটিং মেশিনে ডায়াল ও সিলিন্ডার উভয় চার ট্র্যাক ক্যাম সিস্টেম অন্তর্ভুক্ত করা নিটিং মেশিনকে নন জ্যাকার্ড মেশিন বলে।

১০৬. সিংগেল জার্সি জ্যাকার্ড কাকে বলে? ?

উত্তর : সিংগেল জার্সি জ্যাকার্ড এক বিশেষ ধরনের ডিজাইন, যা নিট ও মিস স্টিচের সমন্বয়ে গঠিত।

১০৭. নিট প্লেটিং এর বিকল্প কি? ?

উত্তর : আজকাল নিট প্লেটিং এর বিকল্প হিসাবে এমব্রয়ডারি মোটিফ প্লেটিং করা হয়।

১০৮. ইন্টারলক ফেব্রিক তৈরিতে কমপক্ষে কয়টি ফিডার লাগে? ???

উত্তর : দুই বা ততোধিক।

১০৯. মাল্টি অ্যাক্সিয়াল কাপড়ের স্তরগুলো কিভাবে সজ্জিত থাকে????

উত্তর : উল্লম্ব, অনুভূমিক, কোনাকুনি।

১১০. মাল্টি অ্যাক্সিয়াল ফেব্রিক কাকে বলে???

উত্তর : ওয়ার্প নিটের সাহায্য গঠিত কাপড়, যা তিন বা ততোধিক স্তরের প্রচুর সংখ্যক সরল সুতা প্রত্যেক পরস্পর বিভিন্ন কোণে সজ্জিত থাকে তাকে মাল্টি অ্যাক্সিয়াল ফেব্রিক বলে।

১১২. সগিং মোশন কি? ?

উত্তর : নিডেল বারের সমান্তরালে গাইড বারের যে মুভমেন্ট তাকে সগিং মোশন বলে।
ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে আরো তথ্য পেতে আমাদের ওয়েভসাইট এর সাথে থাকুন ।  ধন্যবাদ ।।