Admission info M.Sc in BUET for EEE Students

Admission info- M.Sc in BUET for EEE Students
বুয়েটে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য এমএসসি প্রোগ্রাম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আমাদের এই পোস্টে। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে অনেকেই M.Sc করতে চান BUET থেকে।
দেশের মধ্যে M.Sc করতে চাইলে অনেকের পছন্দের প্রথম কাতারে থাকে বুয়েট। বুয়েটে এমএসসি করা নিয়ে কিছু সাধারণ প্রশ্ন প্রায় বিভিন্ন জায়গায় অনেকে করে থাকেন, প্রশ্নগুলো হয় অনেকটা এই রকম-
১. আমি প্রাইভেট ভার্সিটি থেকে পাশ করে কি বুয়েট এ অ্যাপ্লাই করতে পারবো?
উত্তরঃ আপনি অবশ্যই পারবেন । প্রতি বছরই বিভিন্ন প্রাইভেট ভার্সিটি থেকে অনেক স্টুডেন্ট পাশ করে বুয়েট এ এম এস সি করছেন। তাই চেষ্টা করলে আপনিও পারবেন। এই ক্ষেত্রে কোন সমস্যা হবে না আপনার। আপনি প্রাইভেট ভার্সিটি থেকে পাশ করেছেন বলে বুয়েট আপনার জন্য নয় এই ভাবনা দূর করুন, বরং ভর্তির জন্য ভালভাবে প্রস্তুতি নিন।
২. বুয়েটে ভর্তি বা অ্যাপ্লাই করতে কত সিজিপিএ লাগে?
উত্তরঃ বুয়েটে M.Sc তে অ্যাপ্লাই করার জন্য বিএসসি ইঞ্জিনিয়ারিং এ মিনিমাম ২.৭৫ সিজিপিএ দরকার হয়। এর চেয়ে কম হলে অ্যাপ্লাই করতে পারবেন না।
৩. ভর্তি ফরম এর ফি কত ?
উত্তরঃ ভর্তি ফরম এর ফি সাধারণত ৫০০ টাকা ধরা হয় তবে বিভিন্ন কারনে এই ফি কিছুটা কম বেশী হতেও পারে । তবে অধিকাংশ ক্ষেত্রেই অ্যাপ্লাই ফি হয় ৫০০ টাকা। তবে এটা পরিবর্তন হতে পারে, বুয়েট এর সার্কুলার এবং বুয়েটের ওয়েবসাইট থেকে সঠিকটা জানতে পারবেন। বুয়েট এর ওয়েবসাইটঃ http://www.buet.ac.bd
৪. পরীক্ষার জন্য কি কি বই পড়তে হবে?
উত্তরঃ এটা খুবই প্রয়োজনীয় একটি তথ্য। অনেকেই জানতে চান । আসলে বুয়েট এক্সাম এর ক্ষেত্রে সেই রকম ধরা বাঁধা বই সিলেবাস নেই তবে বিভিন্ন সময়ের প্রশ্নের ভিত্তিতে যে বই গুলো অবশ্যই পড়া উচিত সেগুলো হলঃ
DC Circuit এর জন্য-
1. Introductory Circuit Analysis by Boylestad
2. Fundamentals of Electric Circuits by Alexander & Sadiku
AC circuit এর জন্য-
1. Alternating Current Circuits by Russel M Kerchner & George F Corcoran
Machine এর জন্য-
1. Electric Machinery Fundamentals by Stephen J. Chapman
2. A Textbook of Electrical Technology Volume II by B.L. Theraja & A. K. Theraja
3. Principle Of Electrical Machines by V K Mehta
4. Electric Machines by Charles I Hubert
Electronics এর জন্য-
1. Micro Electronics Circuit by Sedra & Smith
2. OP Amp and linear Integrated Circuit by Ramakant A Gayakwad
3. Principles of Electronics by V. K. Mehta
4. Electronic Devices and Circuit Theory by Boylestad
Digital Electronics এর জন্য-
1. Digital Logic & Computer Design by M. Morris Mano
2. Digital Electronics by Floyd
Communication এর জন্য-
1. Modern Digital and Analog Communication System by B.P. Lathi
2. Optical Fiber Communications: Principles and Practice by John M. Senior
Control System এর জন্য-
1. Control Systems Engineering by Norman S. Nise
Digital Signal Processing
1. Digital Signal Processing by John G. Proakis & Dimitris K Manolakis
এই বই গুলো শুধু বুয়েট M.Sc এডমিশন টেস্ট না সকল জব পরীক্ষার জন্যও দরকার। এই বইগুলো আপনি নেট থেকে ডাউনলোড করে পড়তে পারেন। আপনাদের সুবিধার জন্য উপরের কিছু বই এর ডাউনলোড লিঙ্ক সংগ্রহ করে দেয়া হল এখানে : http://bit.ly/2cTkZ7v (লিংকটি আমাদের নয়, নেট থেকে সংগ্রহ করা) । টপিক গুলো বিএসসি লেভেল এ পড়েছিলেন, কিন্তু সব কিছুই আবার ভালো ভাবে স্টাডি করুন।
এছাড়া কিছু প্রশ্ন ডাউনলোডের লিঙ্ক দেয়া হল-
1. BUET-MSC-Admission-test-26.09.2014.pdf
https://userscloud.com/pjx6549jatw9
2. BUET M.Sc Question EEE.PDF
https://userscloud.com/w8xzgkt0b4ix
3. BUET MSC Admission Test Study Materials (EEE).pdf
https://userscloud.com/c5bls5p2bv8f
(এই লিংকগুলো আমাদের নয়, নেট থেকে সংগ্রহ করা)
পোস্টটি শেয়ার করুন এবং এই সম্পর্কিত বিভিন্ন বিষয় আপডেট থাকতে আমাদের পেজে লাইক দিয়ে একটিভ থাকুন, ভাল থাকুন সবাই।


EmoticonEmoticon