শিল্প মন্ত্রণালয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি


জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন (এসএমসিআইএফ)। ফাউন্ডেশনের জেলা কার্যালয়গুলোয় ‘ঋণ তত্ত্বাবধায়ক’ পদে ২০ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতাযেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে (বা সমমানের ফল) স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স
আগামী ৪ জুন, ২০১৭ পর্যন্ত আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। আবেদন করার ঠিকানা ‘নির্বাহী পরিচালক, ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন (এসএমসিআইএফ), মালেক ম্যানশন (নবম তলা), ১২৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০’। আবেদন করা যাবে ৪ জুন, ২০১৭ পর্যন্ত।
দৈনিক যুগান্তর পত্রিকায় ১১ মে, ২০১৭ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনে বিস্তারিত দেখুন :


EmoticonEmoticon