চার ব্যাংকে ২২৪৬ ক্যাশ অফিসার নিয়োগ


ব্যাংকার্স সিলেকশন কমিটি
কর্মকর্তা (ক্যাশ) পদে সোনালী ব্যাংক লিমিটেডে ১ হাজার ২৭৪ জন, জনতা ব্যাংক লিমিটেডে ৬৩৩ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ২১ জন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩১৮ জনসহ মোট ২ হাজার ২৪৬ জনকে নিয়োগের সমন্বিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদী স্নাতক/ স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা পদগুলোতে আবেদন করতে পারবেন। প্রার্থীদের এসএসসি বা সমমান এবং এর পরবর্তী পর্যায়ের পরীক্ষাসমূহে কমপক্ষে একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। ১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
যোগ্য প্রার্থীরা বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটের (erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।


বিজ্ঞপ্তি-


EmoticonEmoticon