অ্যান্ড্রয়েড মোবাইলের পরিচিত কিছু সমস্যা ও সমাধান | Android mobile some common problem and solve

Tags


  • স্মার্টফোন চালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া অস্বাভাবিক কিছু নয় ৷ আর তাই প্রায়ই নিত্য নতুন সমস্যার সম্মুখীন হতে হয় ৷ তবে ইতিবাচক দিক হচ্ছে, অ্যান্ড্রয়েড ফোনগুলোর সমস্যার সমাধান খুজেঁ পাওয়া খুব সহজ ৷ আজ আমরা আলোচনা করব এমনই কিছু নির্বাচিত সমস্যা নিয়ে যার সম্মুখীন আমাদের সকলেরই কম বেশি হতে হয় –
১• ব্যাটারির চার্জ দ্রুত হ্রাস পাওয়া
অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া বহুল প্রচলিত সমস্যা ৷  কম বেশি সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে ৷ তবে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার পিছনে অনেক কারন থাকতে পারে ৷ এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সবথেকে ভাল উপায় হচ্ছে Battery saving mode চালু করা এবং ফোনের ব্রাইটনেস যথাসম্ভব কম রেখে ব্যবহার করা ৷

২• ধীরগতি
স্মার্টফোনের ক্ষেত্রে ধীরগতি একটি প্রধান সমস্যা ৷ আর এই সমস্যার সম্মুখীন হওয়ার মূল কারনটি হলও, অসংখ্য অ্যাপস প্রয়োজন ব্যাতিত ইনস্টল করে রাখা ৷ এছাড়া ফোনে জাঙ্ক ফাইল এবং বড় সাইজের কোন ফাইল এর অবস্থান ফোনের গতি কমিয়ে দেয় ৷ ধীরগতি থেকে মুক্তি পেতে “Clean Master “ অ্যাপটি ব্যবহার করা যেতে পারে ৷ এর সাহায্য সহজেই অপ্রয়োজনীয়  অ্যাপস  ,জাঙ্ক ফাইল খুজে বের করে রিমুভকরা যায় ৷

৩• WiFi কানেক্ট না হওয়া
অ্যান্ড্রয়েড ফোন থেকে ওয়াইফাই (WiFi) কানেক্ট করার ক্ষেত্রে নানারকম সমস্যা দেখা যায় ৷ যেমন – ওয়াইফাই সিগন্যাল পাওয়া যাচ্ছে না বা ওয়াইফাই কানেক্ট হচ্ছে না ৷ এক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হলো, ফোনটি রিস্টার্ট (restart) দিন অথবা কমপক্ষে ১মিনিট ফোনটি এয়ারপ্লেন মুডে রাখুন ৷ প্রক্রিয়াটি শেষে পূনরায় ওয়াইফাই সাথে কানেক্ট করার চেষ্টা করুন ৷

৪• গুগলের সাথে Syncing ত্রুটি
প্রায়শই নানা কারনে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি গুগল সার্ভারের সাথে sync করে থাকি ৷ কিন্তুু অনেকেই sync করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে ৷ এক্ষেত্রে আপনি যদি আপনার গুগল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে থাকেন তাহলে sync করার সময় নতুন পাসওয়ার্ডটি ব্যবহার করুন ৷ এরপরও সমস্যার সমাধান না হলে ৩০ সেকেন্ডের জন্য ফোনটিকে এয়ারপ্লেন মুডে রাখুন ৷তাতেও কাজ না হলে, আপনার গুগল আইডি ফোন থেকে রিমুভ করে পূনরায় এড করে নিন ৷

৫• গুগল প্লে স্টোর Errors
অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাপস ডাউনলোড করার মূলকেন্দ্র হচ্ছে,গুগল প্লে স্টোর ৷ প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার সময় বহু ব্যবহারকারী Errors বা ডাউনলোড করা যাচ্ছে না এরূপ সমস্যার সম্মুখীন হয়ে থাকে ৷ তবে এই সমস্যার সমাধান খুব সহজেই করা সম্ভব ৷
প্রথমত ফোনে বিদ্যমান গুগল আইডিটি রিমুভ করে নতুন করে এড করে নিতে হবে ৷ এবার প্লে স্টোর ও প্লে সার্ভিস অ্যাপ দ্বয়ের ডাটা ও ক্যাচ (catch) ক্লিয়ার করসেই সমস্যার সমাধান হয়ে যাবে  ৷ এতেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে সেটিংস গিয়ে অ্যাপস অপশনে প্রবেশ করে ,গুগল প্লে স্টোরের ভিতর থাকা “Uninstall updates” অপশনটি সিলেক্ট করতে হবে ৷

৬• কিবোর্ড বিড়ম্বনা
ডিফল্ট কিবোর্ড ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময়ই হঠাৎ কিবোর্ড আটকে যাওয়ার মতও সমস্যার সম্মুখীন হতে হয় ৷ পাশাপাশি  কিবোর্ড রেসপন্স করতে দেরি হওয়া অথবা ফোর্স স্টপ হয়ে যাওয়ার মতো সমস্যা তো রয়েছেই ৷ “Google Keyboard” এর ব্যবহার এক্ষেত্রে সমাাধানের ভূমিকা পালন করবে ৷ অ্যাপটি চাইলে আপনি ডিফল্ট কিবোর্ড হিসেবেও ব্যবহার করতে পারবেন ৷ তাছাড়া আপনার টাইপিং অভিজ্ঞতায় ভিন্ন মাত্রা যুক্ত করবে ৷
Gboard - the Google Keyboard
Gboard - the Google Keyboard
Developer: Google LLC
Price: Free

৭• চার্জিং সময় ফোনের স্ক্রিন বন্ধ হয়ে যাওয়া
স্মার্টফোন গুলোতে চার্জ করা কালীন অনেকসময় স্বয়ংক্রিয়ভাবে ফোনের স্ক্রিন বন্ধ হয়ে যেতে দেখা যায় ৷ যা অনেক সময় বিরক্তির কারন হয়ে দাড়ায় ৷ এ থেকে আপনাকে মুক্তি পেতে হলে করনীয়, প্রথমে ফোনের সেটিংসে যেতে হবে ৷ তারপর ডেভলপার অপশনটিতে প্রবেশ করে “Stay Awake” অপশনটি চালু করতে হবে ৷
কেমন লাগল আপনাদের নিকট আর্টিকেলটি?  জানাতে ভুলবেন না কিন্তু ৷ আর্টিকেলটি নিয়ে আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ৷   🙂


EmoticonEmoticon