বিসিএস (BCS) লিখিত পরীক্ষার প্রস্তুতিতে কিছু বইয়ের তালিকা জেনে নিন

লিখিত পরীক্ষায় বুঝে বুঝে পড়তে হবে । মনে রাখবেন না বুঝে ১০ কলম না পড়ে, বুঝে ১ কলম পড়া ভাল । অাজ অাপনাদের সিএস লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় বইয়ের তালিকা দেওয়া হল। এই বই গুলেআ ভাল ভাবে পড়লে অাশা করি লিখিত পরীক্ষায় পাশ করতে পারবেন।
বিসিএস প্রিলি পরীক্ষায় পাশ করার পরে লিখিত পরীক্ষা দিতে হয়। সিএস লিখিত পরীক্ষায় কোন বই পড়তে হয় অনেকে জানে না । বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক কিছু বইয়ের তালিকা জেনে নিন।

বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি বইয়ের তালিকা:

বিগত সালে প্রশ্ন ও বিসিএস এর সিলেবাস দেখে কিছু বইয়ের তালিকা দেওয়া হল । লিখিত পরীক্ষার জন্য বইয়ের তালিকা এক নজরে দেখে নিন ।

বাংলা বইয়ের তালিকা:

  • অ্যাসিওরেন্স / প্রফেসরস
  • ৯-১০ ম শ্রেণীর বাংলা ব্যকরণ
  • হায়াৎ মামুদের ৯ম/১০ম / উচ্চ মাধ্যমিক ব্যকরণ
  • শিকর সাহিত্য সমালোচনা: মোহসিনা নাজিলা

ইংরেজি বইয়ের তালিকা:

ইংরেজিতে বেসিক বেশ পাকা হলে Assurence/ Professor. বেসিক মিডিয়াম হলে Oracle । আর দ্রুত পড়া ও সহজবোধ্য হলে Self Assesment Series ar English by Millers Publications.
Corrections & Basic Grammer: জাকির হোসেনের English Language/ PC Das এর গ্রামার/ Advance English Grammer by Chowdhury & Hussain.
Written Part & Translations: English News Paper গুলোর Editorial Reading & Practice .
– S@ifur’s Writing Skill

গণিত বইয়ের তালিকা:

  • ৯ম/ ১০ ম শ্রেণীর গণিত
  • ওরাকল গণিত
  • ৯ম/ ১০ ম শ্রেণীর উচ্চতর গণিতের বিসিএস সিলেবাসে থাকা সাদৃশ্যপূর্ণ অধ্যায়গুলো
  • উচ্চ মাধ্যমিক গণিতের Permutation, Combination & Probability, মূল নির্ণয় সংশ্লিষ্ট অঙ্ক

বাংলাদেশ বিষয়াবলী ও মুক্তিযুদ্ধ:

  • বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (৯ম / ১০ ম শ্রেণী)
  • বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ( ডিগ্রী/ অনার্স কোর্সের )
  • মোজাম্মেল হকের পৌরনীতি ( উচ্চ মাধ্যমিক )
  • অ্যাসিওরেন্স/ প্রফেসরস যে কোন একটি

আন্তর্জাতিক বিষয়াবলী :

  • আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি : আব্দুল হালীম
  • অ্যাসিওরেন্স / প্রফেসরস
  • দৈনিক পত্রিকার সম্পাদকীয়

 বিজ্ঞান ও কম্পিউটার বইয়ের তালিকা:

  • ওরাকল বিজ্ঞান ও প্রযুক্তি
  • মুজিবুল হকের উচ্চ মাধ্যমিক কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
  • ৯ম/১০ শ্রেণীর বোর্ড বিজ্ঞান বই
একেবারে শেষের দিকে গিয়ে অ্যাসিওরেন্স / প্রফেসরস ডাইজেস্ট পড়তে পারেন ৷ সাইফুরস কোচিং এর লিখিত শীটগুলো কালেকশন করে পড়ে নিতে পারেন। মাহমুদুল হাসান সুমন ভাইয়ের পোস্টটা কিছুটা এডিট করে আমার পছন্দের বই উল্লেখ করে দিলাম। আশাকরি অনেকের উপকারে আসবে।
মিশুক মশিউর
৩৬ তম বিসিএস (কৃষি) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

ধন্যবাদ আমদের সাথে থাকার জন্য। 


EmoticonEmoticon