আইফোনে (Iphone) অটো আপডেট বন্ধ করবেন যেভাবে

Tags

অনেক সময় আইফোন স্বয়ংক্রিয়ভাবে অ্যাপের আপডেট নিয়ে থাকে। ব্যবহার কারীরা নির্দিষ্ট অ্যাপের আপডেট না চাইলেও তা আপডেট নিয়ে থাকে। তবে  কয়েক ক্লিকের মাধ্যমেই আইফোন ব্যবহারকারীরা এই অটো আপডেট বন্ধ রাখতে পারেন। কিভাবে কাজটি করতে হবে তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হল।টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনেক সময় আইফোন স্বয়ংক্রিয়ভাবে অ্যাপের আপডেট  নিয়ে থাকে।

প্রথমে আইফোন থেকে সেটিংস অপশনে যেতে হবে। তারপর সেটিংস থেকে স্ক্রল করে ‘itunes & app store’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর ‘automatic downloads’ অপশন থেকে music, apps, books & audiobooks, updates অপশনগুলো আনচেক করে দিতে হবে।

পরবর্তী ধাপে ‘use mobile data’ অপশনটিও আনচেক করে রাখতে পারেন। তাহলে মোবাইল ডেটা দিয়ে কোনো অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে না। তাহলে আইফোনের অটো আপডেট বন্ধ হবে। বেঁচে যাবে ব্যাটারি চার্জ ও মোবাইল ডেটা । 


EmoticonEmoticon