Ssc exam routine 2019 | এসএসসি পরিক্ষার রুটিন ২০১৯ pdf Free Download

Ssc exam routine 2019 এসএসসি পরিক্ষার রুটিন ২০১৯


আগামী ২ ফ্রেবরুয়ারী ২০১৯ তারিখে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা
নিচে পরিক্ষার রুটিন দেওয়া হলো।




আমরা জানি এসএসসি পরীক্ষা দেশের মোট আটটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়। বোর্ডগুলো হলো : ঢাকা , রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, দিনাজপুর এবং সিলেট।

এসএসসি পরীক্ষার মতো মাদ্রাসার দাখিল এবং কারিগরির ভোকেশনালও সমমানের পরীক্ষা। দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয় মাদ্রাসা বোর্ডের অধীনে এবং ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে।

এসএসসি রুটিন ২০১৯ প্রকাশিত হলেও দাখিল রুটিন ২০১৯ এবং ভোকেশনাল রুটিন ২০১৯ এখনো প্রকাশিত হয়নি। মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে দাখিল পরীক্ষার সময়সূচি ২০১৯ এবং কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ভোকেশনাল পরীক্ষা ২০১৯ এর সময়সূচি প্রকাশ হওয়া মাত্রই আমরা তা জানিয়ে দেবো। কাজেই প্রিয় দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থী বন্ধুরা যথাসময়ে পরীক্ষার রুটিন ডাউনলোড করতে নিয়মিত আমাদের সমকাল ব্লগে চোখ রাখতে হবে।

পরীক্ষার বিশেষ নির্দেশনাবলী :



পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল / রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে।

২০১৬-১৭, ২০১৭-১৮ শিক্ষা বর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারিরীক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যাবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।

পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবেনা।

প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/ বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

কোনো পরীক্ষার্থীর পরীক্ষা ( সৃজনশীল / রচনামূলক (তত্ত্বীয়) বহুনির্বাচনী ও ব্যাবহারিক) নিজ বিদ্যালয় /প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবেনা। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ, সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া কোনো ব্যাক্তি / পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না।

সৃজনশীল / রচনামূলক ( তত্তীয়) , বহুনির্বাচনী ও ব্যাবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
ব্যাবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্র /ভেন্যুতে অনু্ষ্ঠীত হবে।

পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনীরিক্ষার জন্য অনলাইনে এসএমএস এর মাধ্যমে আবেদন করতে হবে।


Secondary School Certificate (SSC) Exam Routine 2019 has been published. SSC Routine 2019, SSC Exam Routine 2019, SSC Routine, ssc exam routine 2019, Secondary School Certificate Routine 2019, SSC Routine 2019 PDF, SSC Exam Schedule 2 February to 25 February 2019, SSC Exam Schedule 2 February to 25 February 2019 PDF, SSC Routine 2 February to 25 February 2019, SSC Routine 2019 [PDF Download] and Dakhil Exam Routine 2019,
ssc exam rutine 2019, মেট্টিক  পরিক্ষার রুটিন ২০১৯,এসএসসি পরিক্ষার সময় সুচি ২০১৯, কত তারিখ এসএসসি পরিক্ষার শুরু?, ssc examination 2019 routine, ssc routine 2019 bd, ssc test exam routine 2019, ssc 2019 bangladesh।,ssc routine 2019 pdf ssc rutin 2019।,ssc routine 2019, download ssc routine 2019 jessore board ssc পরীক্ষার রুটিন 2019, এস এস সি পরীক্ষার রুটিন ২০১৯ সালের এস এস সি পরীক্ষার রুটিন এসএসসি পরীক্ষার রুটিন, 2019 সালের দাখিল পরীক্ষার রুটিন, এইচ এস সি পরীক্ষার রুটিন 2019, সালের দাখিল পরীক্ষার রুটিন, ২০১৯ সালের jsc পরীক্ষার রুটিন,ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, দিনাজপুর,কুমিল্লা, যশোর,


EmoticonEmoticon