কিভাবে একটি রিয়াল US মোবাইল নাম্বার পাবো এবং তা দিয়ে কল আর মেসেজ করতে পারব সবাই দেখুন!!!!

যা যা লাগবে আমেরিকার মোবাইল নাম্বার পাইতেঃ

  • একটি জিমেইল অ্যাকাউন্ট।
  • আমেরিকার এরিয়া কোড।

আমেরিকার মোবাইল নাম্বার পাইতে যা যা করণীয়ঃ

প্রথমেই এই লিঙ্কে যান। এই ওয়েবসাইটে যাওয়ার পর সাইনআপ বাটনে ক্লিক করুন। তারপর ফার্স্ট নেম এর যাইগায় আপনার প্রথম নাম লিখুন। লাস্ট নেম এর যাইগায় আপনার সংক্ষেপ নামটা লিখুন। পিক এ ইউজার নেম এর যাইগায় আপনার সংক্ষেপ নাম এর সাথে কিছু ১ ২ ৩ এরকম কিছু দেন। এখন পাসওয়ার্ড এর যাইগায় আপনার গোপন কিছু এই ধরুন ১২৩৩৭৬৮৭ এরকম কিছু কিন্তু তা অবশ্যই ইংলিশে হইতে হইব। এখন আপনার জিমেইল অ্যাকাউন্ট দিন। তার পর দেখবেন চতুর্ভুজ আকৃতির একটি বক্স দেখবেন সেটাতে ক্লিক করুন। তারপর সাইনআপ বাটনে ক্লিক করুন দেখবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাকে আবার একটি চতুর্ভুজ আকৃতির বক্স দেখাবে সেখানে ক্লিক করুন দেখবেন একটি এরিয়া কোড দিতে বলছে। যদি এরিয়া কোড না জানা থাকে তাহলে আপনি প্রথমে গুগল ওপেন করুন তারপর ওখানে সার্চ দিন ইউএস এরিয়া কোড দিয়ে এন্টার দিন। তারপর দেখবেন যে অনেক গুলো এরিয়া কোড শো করছে। ওখান থেকে আপনার পছন্দ মত একটি নিন। এখন ওই এরিয়া কোডটি এখানে বসিয়া দিন দেখবেন একটি নাম্বার পেয়ে গেলেন। এখন এটি নোটপ্যাডে সেভ করুন। এখনো কাজ শেষ হয়নি আরও একটি কাজ বাকি আছে তা হল তা হল জিমেইল কনফার্ম করা। আপনার জিমেইল মেইলে গিয়ে টেক্সট নাউ ডট কম এর মেইল খুঁজুন আর একটিভেট করে ফেলুন। আর যদি মেইল খুজে না পান তাহলে আপনার স্পাম মেইলে পাবেন অনেক সময় মেইল স্পামে পাওয়া যাই।

যদি না বুঝতে পারেন তাহলে আমার ভিডিও দেখতে পারেনঃ


EmoticonEmoticon